নীহারিকা সিংহের পর এ বার নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে মুখ খুললেন তাঁর আরও এক প্রাক্তন প্রেমিকা। নওয়াজের আত্মজীবনী মিথ্যায় ভরা বলে অভিযোগ করেছেন সুনীতা রাজওয়ার। যাঁর সঙ্গে নওয়াজের দীর্ঘ সম্পর্ক ছিল বলে বলি মহলের খবর।
আরও পড়ুন, সুইমিং পুলে লিসা, সঙ্গে কে?
বইতে লেখা রয়েছে, ন্যাশনাল স্কুল অব ড্রামায় নাটক করতে গিয়ে সুনীতার সঙ্গে আলাপ হয় নওয়াজের। তারপর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। কিন্তু সে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অবসাদগ্রস্ত হয়ে পড়েন নওয়াজ। সুনীতা একজন স্ট্রাগলিং অভিনেতার বদলে প্রতিষ্ঠিত এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করতে আগ্রহী ছিলেন বলে দাবি করা হয়েছে ওই বইতে। সোশ্যাল মিডিয়ায় এ সবেরই প্রতিবাদ করেছেন সুনীতা। নওয়াজের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার আসল কারণও তিনি খোলসা করেছেন ওয়েব দুনিয়ায়।