Advertisement
E-Paper

‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দম লাগে’

বলছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রজনীশ দুগ্গল‘১৯২০’, ‘ডেঞ্জারাস ইশক’, ‘ওয়াজা তুম হো’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন রজনীশ। কিন্তু জনপ্রিয়তা কি টিভিই দিয়েছে?

রূম্পা দাস

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০০:০১
রজনীশ

রজনীশ

নানা ছবি ও ধারাবাহিকে অভিনয় করেছেন রজনীশ দুগ্গল। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে ‘শ্রীমদ্‌ ভাগবত মহাপুরাণ’ ধারাবাহিকে কৃষ্ণের চরিত্রে। কিন্তু পরপর রাম আর কৃষ্ণের চরিত্রে অভিনয় করলে দর্শকের ভ্রম হবে না? রজনীশ বলছেন, ‘‘যখন রামের চরিত্রে অভিনয় করেছিলাম, সেটা মিউজ়িক্যাল ছিল। কিন্তু এখানে বলা হয়েছিল, ক্যালেন্ডার-সুলভ কৃষ্ণের চরিত্রে ভাল মানাবে।’’

শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করাটা সহজ মনে হয়নি তাঁর। বলছেন, ‘‘বডি মুভমেন্ট ছাড়াও, শরীরের গঠন ভাঙতে হয়েছে। ননী খেতে অভ্যস্ত কৃষ্ণের চরিত্রের জন্য সামান্য মোটাও হয়েছি। আবার চার্মিং অথচ পলিটিক্যালি কারেক্ট কথা বলার ভঙ্গিও রপ্ত করতে হয়েছে।’’ শুটিংয়ে দেড়-দু’ঘণ্টা ধরে মেকআপও করতে হয় তাঁকে।

‘১৯২০’, ‘ডেঞ্জারাস ইশক’, ‘ওয়াজা তুম হো’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন রজনীশ। কিন্তু জনপ্রিয়তা কি টিভিই দিয়েছে? ‘‘দুটোই করছি। আসলে দুটোর দর্শক আলাদা। অনেক সময়ে শো হয়তো ভাল চলেনি। কিন্তু আমার অভিনয় সকলেরই ভাল লেগেছে। সেটাই বা কম কিসের?’’

নিজের ‘চকলেট বয়’ লুক এ বার বদলাতে চান রজনীশ। চলছে তার পরিকল্পনাও। সানি লিওনির সঙ্গে উষ্ণ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। রজনীশের কথায়, ‘‘পঞ্চাশটা লোকের সামনে ওই অভিনয় করতে দম লাগে। খেয়াল রাখতে হয়, যেন অভিনয়টা মেকি না লাগে। পরিচালক, ডিওপি আর উল্টো দিকের অভিনেতা... সকলের ভাবনাই মাথায় রাখতে হয়। একটা সূক্ষ্ম রেখা থাকে ভালগারিটি ও ক্লাসের মাঝে। সেটা নিয়ন্ত্রণ করা জরুরি।’’

কুণাল রায় কপূরের সঙ্গে ‘মুশকিল’, মধুর সঙ্গে ‘খল্লিবল্লি’ ছাড়াও ওয়েব সিরিজ়ের বেশ ক’টি কাজ তাঁর হাতে। চূড়ান্ত ব্যস্ততার মাঝেও সময় দেন স্ত্রী-সন্তানকে। স্বামী ও বাবার ভূমিকায় কাকে এগিয়ে রাখবেন? ‘‘বাছাই করা মুশকিল। দু’জনেই তো আমার জীবনটা ধরে রেখেছে,’’ চটজলদি জবাব অভিনেতার।

Cinem Actor Rajneesh Duggal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy