সদ্য বাবা হয়েছেন বলিউড অভিনেতা নীল নীতিন মুকেশ। গত ২০ সেপ্টেম্বর মেয়ে হয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করার পর এই প্রথম মেয়ের ছবি ওয়েব দুনিয়ায় শেয়ার করলেন অভিনেতা।
নীল মেয়ের নাম রেখেছেন নুরভি। স্ত্রী রুক্মিণী সহায় এবং নুরভির সঙ্গে ছবি শেয়ার করে নীল লিখেছেন, ‘এখন প্রতিটি দিনই কন্যা দিবস।’
মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন রুক্মিণী। সম্প্রতি নীল সাংবাদিকদের বলেন, ‘‘হাসপাতাল থেকে ফিরে রুক্মিণী কিছুদিন ওর মায়ের কাছে থাকবে। আমি অবশ্যই সেখানে দেখা করতে যাব। এখন তো মনে হচ্ছে সারা দিন মেয়ের সঙ্গে সময় কাটাতে পারলে আমার ভাল লাগবে।’’
আরও পড়ুন, আরাধ্যা বাবা-মায়ের কোনও সিনেমা দেখেনি, কেন জানেন?
২০১৭-এর ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন নীল-রুক্মিনী৷ রোহিত শেট্টির ‘গোলমাল এগেন’এ শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল নীলকে। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ওয়াজির’ ছবিতে আলাদা করে নজর কেড়েছিল নীলের অভিনয়। নীলের পরবর্তী ছবি ‘সাহো’ মুক্তির অপেক্ষায়। তবে আপাতত কেরিয়ারের পাশাপাশি মেয়েকে অনেক বেশি সময় দিতে চান অভিনেতা।
❤️❤️❤️.NOW EVERYDAY IS DAUGHTERS DAY
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)