Advertisement
E-Paper

বিদেশে আটক নীল নিতিন মুকেশ, নিজেকে ভারতীয় প্রমাণ করতে কী করলেন অভিনেতা?

নীল নিতিন মুকেশ যে ভারতীয়, মানতেই পারছিলেন না পুলিশ আধিকারিকেরা। শেষ পর্যন্ত কোন প্রমাণ দেখিয়ে ছাড়া পেলেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৩
Neil Nitin Mukesh was held at new york airport as official has doubted his indian nationality

ভারতীয় প্রমাণ করতে কোন প্রমাণ দেন নীল নিতিন মুকেশ! ছবি: সংগৃহীত।

আশির দশকে শিশুশিল্পী হিসাবে অভিনয়জীবন শুরু করেছিলেন বলি নায়ক নীল নিতিন মুকেশ। ২০০৭ সালে মুখ্যচরিত্রাভিনেতা হিসাবে বলিপাড়ায় যাত্রা শুরু হয় তাঁর। কিন্তু হিন্দি চলচ্চিত্র জগতে নীলের অভিনয়ের বুনন যেন ঠিক মতো হল না। গৌর বর্ণ, বাদামি চুল, সুদর্শন হয়েও নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে ভালই বেগ পেতে হয়েছে তাঁকে। যদিও পারিবারিক আভিজাত্য ছিল তাঁর। দাদু থেকে বাবা সকলেই গানের জগতের এক একজন দিকপাল। তাঁদের উত্তরসূরী হয়ে নীল তেমন ভাবে নিজের পরিচিতি তৈরি করতে পারেননি। এক বার বিদেশের মাটিতে তাঁকে আটক করা হয়েছিল। নেপথ্যর কারণ তাঁর সেই রূপ। তিনি যে ভারতীয় মানতেই পারছিলেন না পুলিশ আধিকারিকরা। শেষ পর্যন্ত কোন প্রমাণে ছাড়া পেলেন তিনি।

নীল নিজেই জানিয়েছেন ‘নিউ ইর্য়ক’ ছবির শুটিংয়ের সময় বিপদে পড়েছিলেন তিনি। কবীর খান পরিচালিত এই ছবিতে ক্যাটরিনা কইফ, জন আব্রাহাম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন নীল নিতিন মুকেশ। সেই সময় বিমানবন্দরে পুলিশ আধিকারিকেরা কিছুতেই মানতে চাইছিলেন না, তিনি ভারতীয়। বিভিন্ন প্রমাণ দিয়েছে অনেকে বার বুঝিয়েও লাভ হয়নি। পরিস্থিতি যখন হাতে বাইরে চলে যাচ্ছে, সে সময় তিনি বলেন, “এক কাজ করুন, গুগল করে দেখে নিন।” শেষ পর্যন্ত তাঁর বংশ পরিচয় জানার পর সসম্মানে তাঁকে ছা়ড়া হয়, জানিয়েছেন নীল।

Neil Nitin Mukesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy