Advertisement
১১ মে ২০২৪
Netaji

‘গুমনামি বাবা’ নিয়ে চন্দ্র বসুর তোপ, ‘প্রিমিয়ারে দেখা হবে’ বললেন সৃজিত

কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে চন্দ্র বসু বলেন, “ওই সিনেমায় সিনেমায় নেতাজি কে কেন জীবিত করে তুলে ধরা হচ্ছে? যদি সে রকম হত, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে অবশ্যই তথ্য থাকত। সব কিছুর প্রমাণ নিয়ে কথা বলা উচিত। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”

‘গুমনামি’ ছবির প্রথম পোস্টার। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

‘গুমনামি’ ছবির প্রথম পোস্টার। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৮
Share: Save:

‘ভবিষ্যতের ভূত’ নিয়ে এখনও বিতর্ক চলছে। তারই মধ্যে আরও একটি ভবিষ্যতের সিনেমা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। বিতর্কের প্রধান চরিত্রে আবার ‘গুমনামি বাবা’।

গুমনামি বাবাই কি নেতাজি? তা নিয়ে বিভিন্ন মহলে নানা মত রয়েছে। সাধারণ মানুষের মধ্যে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। এই ‘গুমনামি বাবা’ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী সিনেমার প্রধান চরিত্র। চলচ্চিত্র মহলের মতে, ওই সিনেমায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ উঠে আসাটাই স্বাভাবিক।

বেশ কিছু দিন ধরেই সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি বাবা’ নিয়ে টলিউডে গুঞ্জন চলছে। তা নিয়ে এ দিন তীব্র আপত্তি বসু পরিবারের একাংশের। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে চন্দ্র বসু বলেন, “ওই সিনেমায় সিনেমায় নেতাজি কে কেন জীবিত করে তুলে ধরা হচ্ছে? যদি সে রকম হত, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে অবশ্যই তথ্য থাকত। সব কিছুর প্রমাণ নিয়ে কথা বলা উচিত। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”

আরও পড়ুন: মুক্তি পেল ‘কেশরী’র ট্রেলার, অক্ষয়ের প্রশংসায় সিনে মহল

‘গুমনামি বাবা’ এবং নেতাজিকে এক করে দেওয়া, তা কিছুতেই মেনে নিতে পারছেন না চন্দ্র বসু। তিনি নেতাজির প্রপৌত্র। তাঁর কথায় “ফৈজাবাদে গুমনামি বাবা যে ছিলেন, তার কোনও প্রমাণ নেই। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নেতাজির সঙ্গে যোগসূত্র স্থাপনের চেষ্টা চলছে। যদি কোনও প্রমাণ থেকে থাকে, তা হলে প্রকাশ করার আবেদন জানাচ্ছি।” এর পরেই সৃজিতের নাম না করে চন্দ্রের তোপ, ‘‘এই সিনেমা তৈরি করলে কলকাতায় থাকতে পারবেন না। আমি কেন গোটা দেশ এ সব মেনে নেবে না।’’

এ বিষয়ে চন্দ্র বসু একটি টুইটও করেন। তার জবাবে সৃজিত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন: “আমি এই দেশের নাগরিক এবং আমি এই সিনেমা তৈরি করবই। আপনার সঙ্গে দেখা হবে ২০২০ সালে জানুয়ারি মাসে সিনেমার প্রিমিয়ারে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE