Advertisement
১৫ সেপ্টেম্বর ২০২৪
Crown

রানি জিতবেন না ডিউক? ‘দ্য ক্রাউন’-‘ব্রিজার্টনের’ জোর লড়াই নেটফ্লিক্সে

যুদ্ধ চলছে শ্যুটিংসের জায়গা নিয়েও। ব্রিটেনের কয়েকটি বাড়ি ব্যবহৃত হয়েছে দু’টি সিরিজেই।

একই জায়গায় কি বসে রয়েছেন ‘ব্রিজার্টন’-এর ডিউক আর ‘দ্য ক্রাউন’-এর রানি?

একই জায়গায় কি বসে রয়েছেন ‘ব্রিজার্টন’-এর ডিউক আর ‘দ্য ক্রাউন’-এর রানি?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩৫
Share: Save:

রানি, না ডিউক? কার দখলে থাকবে নেটফ্লিক্স?

উচ্চবিত্ত ইংরেজ সমাজের জীবনযাপন নিয়ে কৌতূহলের রেশ এখনও এ দেশে যথেষ্টই আছে। শুধু এ দেশ বললে কম বলা হয়, গোটা বিশ্বেই আছে। ফলে ব্রিটেনের রাজ পরিবারের গল্প নিয়ে তৈরি হওয়া ওয়েব সিরিজ ‘দ্য ক্রাউন’-এর প্রতিটি সিজনই রমরমিয়ে দর্শক টেনেছে। এরই মধ্যে এসেছে ‘ব্রিজার্টন’-এর প্রথম মরসুম। আটটি ছোট ছোট ভাগে বলা সেই গল্প ঘুরছে ১৯ শতকের ইংরেজ সমাজে লর্ড-লেডি, ডিউক-ডাচেসদের সম্পর্ক, সংসারে। কেন্দ্রীয় চরিত্র ডিউক অব হেস্টিংস ( রেগে-জাঁ পেজ) এখন ঘরে ঘরে তরুণীদের নয়নের মণি হয়ে উঠেছেন। তাতেই লেগে গিয়েছে এ বার ইংরেজে-ইংরেজে যুদ্ধ।

যুদ্ধ চলছে শ্যুটিংসের জায়গা নিয়েও। ব্রিটেনের কয়েকটি বাড়ি ব্যবহৃত হয়েছে দু’টি সিরিজেই। যেমন ‘ দ্য ক্রাউনে’ যেটি প্রিন্স অব ওয়েলসের বাসভবন, সেই সোমার্লে এস্টেটেই আবার শ্যুট করা হয়েছে ‘ব্রিজার্টন’। ওই বাড়িটি সোমার্সেট হাউস বলে দেখা যায় সেই সিরিজে। তেমন আর একটি বাড়ি হল হুইল্টশায়ারের হুইল্টন হাউস। ‘বাকিংহাম প্যালেস’ দেখাতে তা ব্যবহার হয়েছে ‘দ্য ক্রাউনে’, আবার ডিউকের সংসার দেখাতেও ‘ব্রিজার্টন’ ব্যবহার করেছে সেই জায়গা। ফলে দু’টি সিরিজের পরের মরসুম নিয়ে জল্পনা শুরু হতেই দেখা দিয়েছে চিন্তা। কে আগে শেষ করতে পারবে কাজ? লড়াই তো বেঁধে গিয়েছেই শ্যুটিংয়ের স্থল নিয়ে। কিন্তু জিতবে কে? রানি জিতবেন না ডিউক?

লড়াই তো বেঁধে গিয়েছেই শ্যুটিংয়ের স্থল নিয়ে।

লড়াই তো বেঁধে গিয়েছেই শ্যুটিংয়ের স্থল নিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Web Series Netflix Crown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE