Advertisement
E-Paper

নানাদের নামে মামলা, প্যাঁচে অলোক-বিকাশ

বলিউডের একাধিক ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রসঙ্গে আজ মুখ খুলেছেন অভিনেতা আমির খান। যৌন হেনস্থায় অভিযুক্ত সুভাষ কপূরের পরিচালনায় একটি ছবি প্রযোজনা করার কথা ছিল তাঁর। আজ সেই ছবি থেকে সরে আসার কথা ঘোষণা করেন আমির ও তাঁর প্রযোজক-পরিচালক স্ত্রী কিরণ রাও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ০৩:৪২

মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় আজ নানা পটেকর ও কোরিয়োগ্রাফার গণেশ আচার্য-সহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ দিন তনুশ্রী দত্তের বয়ান
নিয়েছে মুম্বই পুলিশ। এ দিকে, অভিনেতা অলোক নাথ ও পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে মুখ খুললেন আরও অনেকে। সেই সঙ্গে বুধবার ‘মিটু-তালিকায়’ জুড়ল গায়ক কৈলাস খের-এর নাম। নতুন অভিযোগ অভিনেতা রজত কপূরের নামেও।

বলিউডের একাধিক ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রসঙ্গে আজ মুখ খুলেছেন অভিনেতা আমির খান। যৌন হেনস্থায় অভিযুক্ত সুভাষ কপূরের পরিচালনায় একটি ছবি প্রযোজনা করার কথা ছিল তাঁর। আজ সেই ছবি থেকে সরে আসার কথা ঘোষণা করেন আমির ও তাঁর প্রযোজক-পরিচালক স্ত্রী কিরণ রাও। যৌথ বিবৃতিতে দিয়ে তাঁরা বলেন, ‘‘বিষয়টি নিয়ে চিন্তাভাবনার সময় এসেছে। আমির খান প্রোডাকশনস যে কোনও ধরনের যৌন হেনস্থার বিরুদ্ধে।’’

অলোকের বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণের অভিযোগ আনেন লেখক-প্রযোজক বিনতা নন্দা। টিভি সিরিজে তাঁর এবং অলোকের সহশিল্পী নবনীত নিশানও নাম না-করে অলোকের বিরুদ্ধে মুখ খোলেন। আজ অভিনেত্রী সন্ধ্যা মৃদুল টুইটারে দাবি করেছেন, অলোকের শিকার হয়েছিলেন তিনিও। সন্ধ্যার বক্তব্য, একটি টেলিফিল্মে অলোকের মেয়ের চরিত্র করতে কোদাইকানালে গিয়েছিলেন তিনি। সেখানে এক দিন নৈশভোজের পরে ‘বাবুজি’ অলোক মদ্যপ অবস্থায় তাঁর হোটেলের ঘরে ঢুকে পড়েন। ‘‘তুমি আমার। আমি তোমাকে চাই,’’ বলে ঝাঁপিয়ে পড়তে যান সন্ধ্যার উপরে। সন্ধ্যা পালান। বহু চেষ্টায় ওই ঘর থেকে বার করা হয় অলোককে। অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা। সাহস জোগান ওই টেলিফিল্মে তাঁর মায়ের চরিত্রে অভিনয় করা রিমা লাগু এবং অন্য কলাকুশলীরা। সন্ধ্যার অভিযোগ, অলোক এর পরে মুম্বইয়ে রটিয়ে দেন, সন্ধ্যার সঙ্গে কাজ করাটাই অসুবিধাজনক। একই রকম অভিযোগ করেছিলেন বিনতাও।

‘হম সাথ সাথ হ্যায়’ ছবির এক মহিলা কলাকুশলীর অভিযোগ, শুটিং চলাকালীন তিনি এক বার অলোককে পোশাক পৌঁছে দিতে গিয়েছিলেন। অলোক তাঁর সামনেই বিবস্ত্র হতে শুরু করেন। ওই মহিলার কথায়, ‘‘পরিচালক সুরজ বরজাতিয়াকে বলতে পারিনি। তিনি অলোকের খুবই ঘনিষ্ঠ।’’ সন্ধ্যার অভিযোগ, অলোক নিজেই তাঁকে বলেছিলেন, মদ তাঁর জীবন শেষ করে দিয়েছে। টিভি অভিনেতা দেবেন ভোজনানিরও বক্তব্য, অলোক যে মদ্যপান করলে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে ওঠেন, এ কথা তাঁর কানেও এসেছে। অলোকের আইনজীবী অশোক সারোগি জানান, তাঁরা মানহানির মামলার কথা ভাবছেন। অশোকের বক্তব্য, ‘‘এত দিন আগের কথা টেনে আনলেন এক জন, তার পরেই আরও অনেকে বলতে লাগলেন। বোঝাই যাচ্ছে, অলোকের ভাবমূর্তি কলঙ্কিত করতে পরিকল্পিত প্রয়াস চলছে।’’

প্রতি-আক্রমণে গিয়েছেন বিকাশ বহেল-ও। ‘কুইন’-পরিচালকের বিরুদ্ধে কঙ্গনা রানাবত-সহ একাধিক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। বিকাশের সহকর্মী-বন্ধু পরিচালক অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানেরা সম্পর্ক ছিন্ন করে ফ্যান্টম ফিল্মস ভেঙে দিয়েছেন। মুম্বই চলচ্চিত্র উৎসবের (ম্যামি) বোর্ড থেকেও সরে দাঁড়িয়েছেন অনুরাগ। অভিনেতা ইমরান খান দাবি করেছেন, একাধিক অভিনেত্রী তাঁকে বিকাশের বদ স্বভাবের কথা বলেছেন। তিনি নিজেও কিছু কিছু ঘটনার সাক্ষী। বিকাশের নতুন ছবি ‘সুপার ৩০’-র নায়ক হৃতিক রোশনও কড়া অবস্থান নিয়েছেন। বিকাশ আজ অনুরাগ এবং বিক্রমাদিত্যকে আইনি নোটিস পাঠিয়ে দাবি করেছেন, পেশাগত ঈর্ষা থেকেই এ সব ঘটানো হচ্ছে।

ম্যামি থেকে বাদ পড়েছে বিকাশের ছবি। বাদ রজত কপূর অভিনীত ছবিও। রজতের বিরুদ্ধে আগে দু’জন মুখ খুলেছিলেন। রজত ক্ষমাও চান। আজ সাংবাদিক সন্ধ্যা মেনন নতুন করে রজতের বিরুদ্ধে অভিযোগ এনেছেন টুইটারে। কিরণ রাও, একতা কপূরদের নিয়ে গড়া প্রোডিউসার্স গিল্ড
অব ইন্ডিয়ার ১২ সদস্যের কমিটি আজই প্রথম বৈঠকে বসে যৌন হেনস্থা রুখতে একাধিক পদক্ষেপ করেছে। ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে ইন্ডিয়া এমপ্লইজ’ বলেছে, শো-কজের জবাব না-দিলে অলোক, বিকাশ ও নানাকে বয়কট করা হবে। অভিনেত্রী পরিণীতি চোপড়া বলেছেন, ‘‘আমি নিশ্চিত, যাঁদের নাম উঠেছে, তাঁদের সঙ্গে আর কেউ কাজ করবে না।’’

কৈলাস খের-এর বিরুদ্ধে কাল রাতেই টুইটে নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন গায়িকা সোনা মহাপাত্র। সোনার দাবি, ‘‘যৌথ অনুষ্ঠান নিয়ে একটা কাফেতে কথা বলতে গিয়েছিলাম। কৈলাস আমার উরুতে হাত রেখে বলতে থাকেন, আমি কত সুন্দর। এর পর ঢাকায় কনসার্টে গিয়েও আমাকে টানা ফোন করে যান, হোটেলে ওঁর ঘরে যেতে বলেন।’’

Tanushree Dutta Nana Patekar Aloke Nath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy