আরিয়ান খানের সিরিজ় নিয়ে একে একে অস্বস্তি প্রকাশ করছেন অভিনেতারা। ‘দি ব্যাডস অফ বলিউড’-এর বিরোধিতা করে প্রথম মুখ খোলেন আলি খান। তিনি ‘ডন ২’ ছবিতে শাহরুখ খানের সহ-অভিনেতা ছিলেন। এ বার তালিকায় জুড়ে গেলেন মনোজ পাহওয়া।
আরিয়ানের প্রথম পরিচালনায় কাজ করেছেন মনোজ। পরিচালককে নিয়ে তাঁর কোনও বক্তব্য নেই। যাবতীয় আপত্তি সিরিজ়ে ব্যবহৃত গালিগালাজ নিয়ে।
সে কথা তিনি সরাসরি আরিয়ানকেও জানিয়েছিলেন। সম্প্রতি, পাহওয়া একটি ইউটিউব সাক্ষাৎকারে সে কথা বলেছেন। তাঁর কথায়, “এই একটি বিষয় নিয়ে বারবার আমাদের মধ্যে মতবিরোধ হয়েছে। আরিয়ানকে একাধিক বার বলেছি, দর্শক এত গালিগালাজ শুনলে তো আমাকেই প্রচণ্ড অভদ্র ভাববে!” উদাহরণ দিয়ে বলেছেন, “আমায় বলতে হবে, ‘ঘণ্টে কা বাদশা’! এই সংলাপ শাহরুখ খানের উদ্দেশে! কী করে বলি? আমি রাজি নই। আরিয়ানও ছাড়বে না। ওর একটাই কথা, ‘স্যর, বাবার কোনও আপত্তি নেই। বরং আপনার মুখে গালমন্দ ভাল মানায়, এ কথাও বলেছেন।’” তার পরেও পাহওয়ার দ্বিধা কাটেনি। বরং এই ধরনের চরিত্রে অভিনয় করতে খারাপই লেগেছে তাঁর।
আরিয়ানের প্রথম কাজ যদিও বহুল প্রশংসিত। পাশাপাশি তাঁর সিরিজ়ে কটূক্তির অত্যধিক ব্যবহার প্রসঙ্গেও কথা উঠেছে। নব্য পরিচালকের অবশ্য দাবি, “বাবাকে চিত্রনাট্য পড়িয়ে তবে কাজে হাত রেখেছি।” শাহরুখ খানের নাকি এত গালিগালাজে আপত্তি নেই!