Advertisement
E-Paper

বিপাশা-কর্ণের সম্পর্কের জল্পনা উসকে দিল ভিডিও

ফিট থাকার জন্য ইদানীং কী করছেন বিপাশা বসু? শরীর চর্চাই, তবে একটু অন্য ভাবে। নতুন প্রেমিককের সঙ্গে পুরনো জিম এক্সারসাইজটাকে দিব্যি রোমাঞ্চকর করে তুলেছেন নায়িকা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৪

ফিট থাকার জন্য ইদানীং কী করছেন বিপাশা বসু? শরীর চর্চাই, তবে একটু অন্য ভাবে। নতুন প্রেমিককের সঙ্গে পুরনো জিম এক্সারসাইজটাকে দিব্যি রোমাঞ্চকর করে তুলেছেন নায়িকা।

আমরা নই, এ কথা বলছে বিপাশা আর তাঁর প্রেমিক কর্ণ সিংহ গ্রোভারের জিম এক্সারসাইজের একটি নতুন ভিডিও।

এমনিতে এই বঙ্গললনা যে ফিটনেসের ব্যাপারে কোনও রকম ছলনার ধার ধারেন না— তা আর নতুন করে না বললেও চলে! ফিটনেস আর জিম এক্সারসাইজ নিয়ে তাঁর বাতিক সারা দুনিয়া দেখেছে। এও দেখেছে যে, কেমন বেছে বেছে জিম-পাগল পুরুষদের প্রেমে পড়েন তিনি! অতএব, সময় পেলেই যে মনের মানুষটিকে নিয়ে জিমে ছুটবেন বিপাশা, তাতেই বা আর বেশি কথা কী!

এ বারেও সেটাই হয়েছিল। জিমে গিয়ে যে যার মতো তাঁরা মন দিয়েছিলেন নিজের নিজের শরীরে। একটু পরেই নায়িকার বোধ হয় ব্যাপারটা বোরিং মনে হয়। ফলে, আর দেরি না পুল-আপে ব্যস্ত প্রেমিকের কাছে চলে যান তিনি। দাবি, দু’ জনে একসঙ্গে পুল-আপ করবেন!

এক সঙ্গে পুল-আপ শুরু তো হল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই দেখা গেল, জল গড়চ্ছে অন্য খাতে। দু’ হাতে শক্ত করে বার দু’টোকে ধরে বিপাশা পা দু’খানি তুলে দিলেন কর্ণের শরীরে। তার পর, নিবিড় ভাবে জড়িয়ে ধরলেন প্রেমিককে। ব্যস, দেখতে দেখতে সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে গেল সেই ভিডিও। এবং, বলা বাহুল্য, মুহূর্তের মধ্যে তা ছোঁয়াচে অসুখের মতো ছড়িয়ে পড়তে থাকল।

তবে, জানিয়ে রাখা ভাল, ব্যক্তিগত এই মুহূর্ত কিন্তু নায়িকা বা কর্ণ— দু’জনের কেউই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেননি। কাণ্ডটি ঘটিয়েছেন তাঁদের জিম-ট্রেনার আব্বাস আলি। ভিডিওর নীচে আবার লিখতেও ছাড়েননি আব্বাস— ফিট কাপল!

তার পর? সবার কাছে নিজের ব্যক্তিগত মুহূর্তের খবর রয়েছে দেখে স্বাভাবিক ভাবেই ব্যাপারটা ভাল ভাবে নিতে পারেননি বিপাশা। ছোট্ট করে নায়িকা একটু বকেও দেন জিম-ট্রেনারকে। বকুনি খাওয়ার পরে আব্বাস তৎক্ষণাৎ মুছেও দেন ভিডিওটা।

কিন্তু, ততক্ষণে তো যা হওয়ার হয়েই গিয়েছে। সবাই দেখে ফেলেছে বিপাশা আর কর্ণের অন্তরঙ্গ ভিডিও। এবং যতই না-না বলুন তাঁরা, দু’জনের মধ্যে একটা রোমান্টিক সম্পর্ক যে আছে, সেই জল্পনাকেও উসকে দিল ভিডিও।

আপনি যদি না দেখে থাকেন, তবে ছবিটাই দেখুন!

karna singh grover bipasah basu bipasha basu video bipasha karna singh gorver bipasha video bipasha basu news relationship MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy