Advertisement
E-Paper

ব্যোমকেশের যাত্রা শুরু

অরিন্দমের ব্যোমকেশ এখন ট্র্যাভেলগের মতো হয়েছে দর্শকের কাছে। কখনও বারাণসী কখনও বা উত্তরবঙ্গ... আর এ বার প্রেক্ষাপট পাহাড় হওয়ায় চরিত্রদের পোশাকেও পরিবর্তন এসেছে। ব্যোমকেশের পরনে ওভারকোট। সত্যবতী পরেছে লম্বা ঝুলের সোয়েটার।

শেষ আপডেট: ২৫ মে ২০১৮ ০০:০০
রাহুল ও আবীর

রাহুল ও আবীর

বার বার বদলাচ্ছে ছবির ওপেনিং জুটি! ব্যাট করতে নেমে এ ভাবে পার্টনার বদলালে কতটা সমস্যা হয়? প্রশ্নটা ছিল ব্যোমকেশ বক্সী, থুড়ি আবীর চট্টোপাধ্যায়ের কাছে। সত্যান্বেষীর জুড়িদার প্রথমে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তার পর ঋত্বিক চক্রবর্তী। এখন রাহুল বন্দ্যোপাধ্যায়। ‘‘ব্যাপারটা ক্রিকেটের মতো। আমি পারফর্মার। যে যখন পার্টনার, তার সঙ্গে জুটি জমিয়ে দেওয়া আমার কাজ। আর কে কখন আমার পার্টনার হবে, সেটা ফ্র্যাঞ্চাইজ়ির মালিকদের দায়িত্ব। রাহুল বুদ্ধিমান অভিনেতা। আশা করি, দু’জনে মিলে ভাল স্কোর করতে পারব,’’ হাসতে হাসতে বললেন আবীর।

পরিচালক অরিন্দম শীল অবশ্য ব্যাপারটা নিয়ে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর কথায়, ‘‘আবীরকে বিষয়টা ম্যানেজ করতে হচ্ছে হয়তো। আমি এগুলো নিয়ে ভাবছি না। ঋত্বিক যখন অজিত করছিল, তখন ওর মতো করে চরিত্রটা তৈরি করেছিলাম। এখন রাহুলের মতো করে ডিজ়াইন করেছি। রাহুলের লুকও খুব ইন্টারেস্টিং ভাবে তৈরি করা হয়েছে। এমনিতেও আমি যত বার ব্যোমকেশ করেছি, নিজের মতো করেই ইন্টারপ্রেট করেছি।’’

বইয়ের পাতার ব্যোমকেশকে সিনেম্যাটিক করতে গেলে অনেক কিছুই বদলাতে হয়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘রক্তের দাগ’ অবলম্বনে ‘ব্যোমকেশ গোত্র’। অরিন্দম গল্পকে নিয়ে গিয়েছেন মুসৌরিতে। বলছিলেন, ‘‘সময় যেন মুসৌরিতে থমকে রয়েছে। ব্রিটিশদের সময়ের রাস্তা, দোকানপাট-সহ কত কিছু একই রকম রয়েছে! ছবি কেমন হবে, দর্শকই বলবেন। তবে বাকি ব্যোমকেশের চেয়ে এই ছবি ভি‌স্যুয়ালি অনেক উন্নত হতে চলেছে।’’

সত্যকামের চরিত্রে অর্জুন চক্রবর্তী

অরিন্দমের ব্যোমকেশ এখন ট্র্যাভেলগের মতো হয়েছে দর্শকের কাছে। কখনও বারাণসী কখনও বা উত্তরবঙ্গ... আর এ বার প্রেক্ষাপট পাহাড় হওয়ায় চরিত্রদের পোশাকেও পরিবর্তন এসেছে। ব্যোমকেশের পরনে ওভারকোট। সত্যবতী পরেছে লম্বা ঝুলের সোয়েটার। ‘‘এখানে আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, ব্যোমকেশ গোটা ছবিতে শুধু ওভারকোট পরছে, এমন নয়। অন্য পোশাকও পরবে, ধুতিও পরবে,’’ বক্তব্য পরিচালকের।

ছবিতে উষাপতির চরিত্রে অঞ্জন দত্ত। সত্যকামের চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। রয়েছেন হর্ষ ছায়া, প্রিয়ঙ্কা সরকার, সৌরসেনী মিত্র, ইন্দ্রাশিস রায়, অনিন্দিতা বসু, বিবৃতি চট্টোপাধ্যায়। অরিন্দম নিজেও অভিনয় করছেন। ১২ জুন থেকে মুসৌরিতে ব্যো‌মকেশের নতুন যাত্রা শুরু।

Byomkesh Bakshi Ajit Abir Chatterjee Rahul Banerjee Arjun Chakrabarty Tollywood Celebrities রাহুল বন্দ্যোপাধ্যায় আবীর চট্টোপাধ্যায় অর্জুন চক্রবর্তী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy