শাশুড়ি-বউমা, ত্রিকোণ প্রেমের ছক থেকে বেরিয়ে কালার্স বাংলা শ্রী চৈতন্যকে নিয়ে ধারাবাহিক করছে। দীর্ঘ দিন আগে চৈতন্যকে নিয়ে ধারাবাহিক হয়েছে। যেখান থেকে যিশু সেনগুপ্তর উত্থান।
তা হলে ফের চৈতন্যকে নিয়ে ধারাবাহিক কেন? ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’-র ক্রিয়েটিভ ডিরেক্টর অদিতি রায়। যিনি ‘অবশেষে’ ছবিটির পরিচালক। ছোট পরদায় ব্যোমকেশ বক্সীও করছেন। তাঁর কথায়, ‘‘শ্রী চৈতন্যকে নিয়ে কিছু করা মানে সকলের কাছে পৌঁছে যাওয়া। দর্শকের কাছে এই ধরনের বিষয়ের চাহিদা রয়েছে।’’ হাল আমলে বাংলা টেলিভিশনে পারিবারিক গল্প ছাড়াও ফ্যান্টাসি ড্রামার জনপ্রিয়তা বাড়ছে। সেই জায়গা থেকে শ্রী চৈতন্যকে নিয়ে ধারাবাহিক দর্শককে রিলিফ দেবে বলে মনে করছেন, প্রযোজক রানা সরকার। জানালেন, পুরুলিয়া, টাকি, নবদ্বীপ-সহ একাধিক জায়গায় আউটডোর করার পরিকল্পনা রয়েছে তাঁর। এই ধারাবাহিকে চৈতন্যর ছেলেবেলাকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। চৈতন্যর ছোটবেলার চরিত্র করছে ঈশান সাধুখাঁ। ‘‘মহাপ্রভুর ছোটবেলার গল্প আমরা খুব বেশি জানি না। উনি খুব ডানপিটে ছিলেন। ওঁর জীবনের নানা রকম অজানা গল্প জানা যাবে এখানে,’’ বললেন অদিতি।
ধারাবাহিকে গানের বিশেষ গুরুত্ব রয়েছে। কীর্তনশিল্পী অদিতি মু্্ন্সি এখানে কীর্তন গাইছেন। তাঁকে দেখাও যাবে ধারাবাহিকে। রানা সরকার জানালেন, সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অনেক দিন পর ছোট পরদায় জন্য মিউজিক করছেন তিনি। ধারাবাহিকের পরিচালক গোপাল চক্রবর্তী। চৈতন্যর গল্প ছাড়াও আলাদা একটি ট্র্যাকে সেই সময়ের সমাজিক অবস্থা, বর্ণ বৈষম্যের ঘটনা ফুটিয়ে তোলা হবে। মে মাস থেকেই শুরু হচ্ছে এই ধারাবাহিক।