Advertisement
০৪ অক্টোবর ২০২৩

‘ফ্রেন্ডলি নেবারহুড’ স্পাইডারম্যানের নতুন কস্টিউম

নতুন স্পাইডারম্যানের নতুন কস্টিউম— আর তাই দেখে উচ্ছ্বসিত মার্ভেল স্টুডিওর প্রধান ক্রিয়েটিভ অফিসার জো কেসাডা। তাঁর উক্তি, “এই নতুন কস্টিউম এতটাই আকর্ষক যে আমি খুঁটিয়ে দেখে বুঝেছিলাম এর মধ্যে বিভিন্ন সূক্ষ্ম কারুকাজ আছে। এটা নিশ্চিত ভাবে দর্শকদের অবাক করবে।”

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ০০:০৫
Share: Save:

নতুন স্পাইডারম্যানের নতুন কস্টিউম— আর তাই দেখে উচ্ছ্বসিত মার্ভেল স্টুডিওর প্রধান ক্রিয়েটিভ অফিসার জো কেসাডা। তাঁর উক্তি, “এই নতুন কস্টিউম এতটাই আকর্ষক যে আমি খুঁটিয়ে দেখে বুঝেছিলাম এর মধ্যে বিভিন্ন সূক্ষ্ম কারুকাজ আছে। এটা নিশ্চিত ভাবে দর্শকদের অবাক করবে।”

এ যাবত্ মার্ভেল-কৃত সমস্ত ‘মাকড়সা’ মুভিই দর্শকদের মনে গভীর রেখাপাত করেছে বলে মনে করেন কেসাডা। ‘আমি ভাবতেও পারি না এমন কেউ আছেন যিনি স্পাইডারম্যান বা পিটার পার্কার-এর চরিত্রে নিজেকে খুঁজে পান না’, বলেছেন কেসাডা। মিকি মাউস চরিত্রটি ওয়াল্ট ডিজনির জন্য যতটা সাফল্য এনেছিল, স্পাইডারম্যানও সেরকম সাফল্য আনবে মার্ভেল স্টুডিওর জন্য, মনে করেন সিওও। কেভিন ফিয়েগের তত্ত্বাবধানে যে দলটি এই ছবির কাজের সঙ্গে জড়িত, জো কেসাডা তাঁদের প্রত্যেককেই প্রশংসা করেছেন।

স্পাইডারম্যানের আসন্ন ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা টম হল্যান্ডকে। এই চরিত্রে তাঁর পূর্বসূরি ছিলেন টোবি ম্যাগোয়্যার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE