স্বতন্ত্র-কমলিনীর জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। ‘চিরসখা’র এই গল্পের জন্যই অপেক্ষা করছিলেন দর্শক। স্বামী চলে যাওয়ার পরে কমলিনী, তার তিন সন্তান, শাশুড়িকে আশ্রয় দিয়েছিল স্বতন্ত্র। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। সেই বন্ধুত্বেরই অনেক পরত দেখেছে দর্শক। নানা ঝড় পেরিয়ে সংসার পেতেছে দুই বন্ধু। তার পর কোন দিকে গতি নেবে এই সম্পর্ক?
মায়ের সঙ্গে ‘নতুন কাকু’ ওরফে স্বতন্ত্রের সম্পর্ক কিছুতেই মানতে রাজি নয় বড় ছেলে বুবলাই। মায়ের ফুলশয্যার দিন তাই অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল সে। কিন্তু দর্শকের মনে প্রশ্ন, এই ভাবে কত দিন চলবে? অনুরাগীরা কৌতূহলী, কবে কমলিনী-স্বতন্ত্রর সম্পর্ক মেনে নেবে বুবলাই? ভবিষ্যতে কি দেখা যাবে এই গল্প?
এই প্রসঙ্গ উঠতেই পর্দার বুবলাই অর্থাৎ অভিনেতা ভিভান ঘোষ বললেন, “এই প্রশ্নই আমার কাছে এসেছে ঘুরেফিরে। অসুস্থতার পরে বুবলাই কি নরম হবে মা আর নতুন কাকুর প্রতি? সেটা আমি পুরো খোলসা করতে চাই না। তবে বুবলাইয়ের মনে কিছু পরিবর্তন আসবে।” ভিভান নিজেও খুব খুশি এই চরিত্রে অভিনয় করে। অভিনেতা যোগ করলেন, “লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা কাহিনির সঙ্গে বাস্তবের যোগ নিবিড়। তাই আরও বেশি করে ভাল লাগছে এই চরিত্রটা।”
ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রচার ঝলক প্রকাশ্যে এসেছে। বুবলাইয়ের স্ত্রী বর্ষাকে নেতিবাচক চরিত্রে দেখা গেলেও, কমলিনীর বড় ছেলে মধ্যে যে পরিবর্তন আসবে সেই আভাসই পাওয়া গিয়েছে। বাকিটা ক্রমশ প্রকাশ্য।