Advertisement
E-Paper

বিয়ের পর স্বামী সায়নদীপের প্রথম জন্মদিন, কী পরিকল্পনা করলেন অভিনেত্রী রূপসা?

রূপসা চট্টোপাধ্যায় টলিপাড়ার পরিচিত মুখ। সদ্য আইনি বিয়ে সেরেছেন। বিয়ের পর স্বামী আর শাশুড়ি মা’র জন্মদিনে কী বিশেষ পরিকল্পনা করলেন অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ১৬:৩৪
Newly Married Tollywood Actress Rupsa Chatterjee reveals how she has planned for his husband’s birthday

বিয়ের পর প্রথম জন্মদিন রূপসার স্বামী সায়নদীপের। এই বিশেষ দিনটি কী ভাবে সাজালেন অভিনেত্রী? ছবি: সংগৃহীত।

বিয়ের পর প্রথম জন্মদিন তাঁর স্বামীর। সেই সঙ্গে আবার একই দিনে জন্মদিন শাশুড়িরও। তাই কী করবেন বুঝেই উঠতে পারছেন না অভিনেত্রী। ১০ মার্চ এমনই দোটানায় রূপসা চট্টোপাধ্যায়। ১৪ ফেব্রুয়ারি আংটিবদল আর রেজিস্ট্রি সেরেছেন তিনি। বিয়ের পর প্রথম জন্মদিন রূপসার স্বামী সায়দীপের। শুটিং থাকায় তেমন ভাবে কিছুই পরিকল্পনা করে উঠতে পারেননি। তা-ও এই বিশেষ দিনটি কী ভাবে সাজালেন তিনি? আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় রূপসার সঙ্গে।

তাঁর কথায়, “শুধু ওর (সায়নদীপ সরকার রূপসার স্বামী) নয়, আমার শাশুড়ির জন্মদিনও একই তারিখে। আমার এই দিনেই শুট পড়েছে। সঙ্গে রাতে একটা শো-ও থাকার কথা। তাই বিশেষ কিছু পরিকল্পনা করতে পারিনি। তবে মধ্যরাতে আমি ঘর সাজিয়েছিলাম। কেক এনেছিলাম। ওরা তো ভাবতেই পারেনি। আমার পরিকল্পনা দেখে চমকে গিয়েছিল। দিনের দিন কিছু না করতে পারলেও। ইচ্ছা আছে আমি আর সায়নদীপ হয়তো আগামিকাল (শনিবার) কোনও ক্রুজে নৈশভোজে যাব। দেখা যাক।”

১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনই আইনি বিয়ে সারেন তাঁরা। রূপসা এবং সায়নদীপের সম্পর্কটা খুব স্বল্প সময়ের মধ্যেই গড়িয়েছে বিয়ের পিঁড়িতে। যা দেখে খানিকটা চমকে গিয়েছেন রূপসার অনুরাগীরা। ‘এনগেজমেন্ট’-এর দিন সাদা গাউনে সেজেছিলেন রূপসা। গঙ্গার ধারে এক হোটেলে বসেছিল তাঁদের ‘এনগেজমেন্ট পার্টি।’

Rupsha Chatterjee Tollywood Actor Husband Birthday Celebration
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy