স্ত্রীর বিরহে কাতর নিক জোনাস। অন্তত ইনস্টাগ্রামে তাঁর পোস্ট দেখে সেরকমই মনে হচ্ছে অনুরাগীদের।
সপ্তাহের শুরুর দিকে ‘ডাভোস ২০২০’-তে অংশ নিতে সুইৎজারল্যান্ড উড়ে গিয়েছেন প্রিয়ঙ্কা। তার কয়েকদিন পরেই নিক সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর উদ্দেশে একটি অন্তরঙ্গ পোস্ট করলেন।
তাঁর পোস্টে প্রিয়ঙ্কার সঙ্গে নিজের একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন নিক। সেই ছবিতে ‘রিস্কি বিজনেস’ ছবির একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন এই তারকা দম্পতি। ‘রিস্কি বিজনেস’-এ টম ক্রুজ এবং রেবেকা ডি মোরনে যেভাবে সেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন, ঠিক সে ভাবেই এই ছবিতে পোস্ট দিয়েছেন নিক-প্রিয়ঙ্কা। ছবির ক্যাপশন তিনি দিয়েছেন ‘মাই ফেভারিট লাফ’।