বলেন কী ইমরান! ছবি বক্স অফিসে চলল কি না, তা নিয়ে তাঁর বিন্দুমাত্র মাথাব্যথা নেই!
শুনতে অবাক লাগলেও, ঠিক এই কথাটাই বলেছেন ইমরান খান। ১৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘কাট্টি বাট্টি’। এ যাবৎ কেরিয়ারে একাধিক বড় হিট রয়েছে, এমনটাও নয়। ঘটনা হল, প্রথম ছবি ‘জানে তু...ইয়া জানে না’ বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল। কিন্তু তার পর থেকে বড় হিট বলতে যা বোঝায়, তা ইমরানের কাছে এখনও অধরা। যদিও, তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে সমালোচকরা কখনই প্রশ্ন তোলেননি।
তবু ইমরান ছবির ব্যবসা নিয়ে মাথা ঘামাতে নারাজ। বলছেন, এই ছবিটিতে কাজ করে তিনি রীতিমতো সন্তুষ্ট। একজন অভিনেতা হিসেবে এ ধরনের ছবিতে সুযোগ পেয়ে তিনি গর্বিতও।