যোধপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইআইটি)-তে উচ্চস্তরে পড়ার সুযোগ। মাস্টার অফ টেকনোলজি (এমটেক)-তে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ডেটা ইঞ্জিনিয়ারিং-এ এমটেক করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। ১২ মাসের মোট ৩৩০ ঘণ্টার প্রোগ্রাম। কোর্সমূল্য ৩ লক্ষ ৩৫ হাজার টাকা। ব্যাচেলর অফ টেকনোলজি পড়েছেন যে সকল পড়ুয়ারা তাঁরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও বিজ্ঞান বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর স্তর উত্তীর্ণ পড়ুয়ারাও পড়তে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
আইআইটি যোধপুরের ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি যোধপুরের ওয়েবসাইটটে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।