Advertisement
২৪ ফেব্রুয়ারি ২০২৪
Entertainment news

অনুষ্কা থেকে ইলিয়ানা, ডেবিউ ফিল্মের থেকে কতটা বদলেছেন এঁরা?

ডেবিউ ফিল্মে যেমন দেখতে থাকে তার থেকে অনেকটাই যেন বদলে যান নায়ক-নায়িকারা। এমনও অনেক অভিনেত্রী রয়েছেন কেরিয়ারের শুরুর দিকে যাঁদের দেখে চেনা দায়। দেখুন তো এঁদের চিনতে পারছেন কি না

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ১৪:৫৬
Share: Save:
০১ ০৬
অনুষ্কা শেট্টির অভিনয় দক্ষতা নিয়ে বলার কিছু নেই। বাহুবলী ছবিতে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছে। অনুষ্কার প্রথম ছবি ‘সুপার’। ২০০৫ সালে এই ছবিটি মুক্তি পায়। এখনকার অনুষ্কা আর তখনকার অনুষ্কার মধ্যে কতটা অমিল? ছবিতে রইল ‘সুপার’ ছবির একটি দৃশ্য

অনুষ্কা শেট্টির অভিনয় দক্ষতা নিয়ে বলার কিছু নেই। বাহুবলী ছবিতে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছে। অনুষ্কার প্রথম ছবি ‘সুপার’। ২০০৫ সালে এই ছবিটি মুক্তি পায়। এখনকার অনুষ্কা আর তখনকার অনুষ্কার মধ্যে কতটা অমিল? ছবিতে রইল ‘সুপার’ ছবির একটি দৃশ্য

০২ ০৬
২০১০ তেলুগু ছবি ঝুমান্ডি নাদাম দিয়েই ফিল্মে হাতেখড়ি তাপসী পন্নুর। ছবিতে রইল তাপসীর তখন-এখন।

২০১০ তেলুগু ছবি ঝুমান্ডি নাদাম দিয়েই ফিল্মে হাতেখড়ি তাপসী পন্নুর। ছবিতে রইল তাপসীর তখন-এখন।

০৩ ০৬
তামান্না ভাটিয়া। মাত্র ১৫ বছর বয়সে ‘চান্দ সা রোশন চেহেরা’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। আর তামিল ছবিতে হাতেখড়ি ‘শ্রী’ দিয়ে। কিন্তু তখনকার সেই তামান্নাকে কেমন দেখতে ছিল জানেন? দেখুন তো চিনতে পারেন কি না

তামান্না ভাটিয়া। মাত্র ১৫ বছর বয়সে ‘চান্দ সা রোশন চেহেরা’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। আর তামিল ছবিতে হাতেখড়ি ‘শ্রী’ দিয়ে। কিন্তু তখনকার সেই তামান্নাকে কেমন দেখতে ছিল জানেন? দেখুন তো চিনতে পারেন কি না

০৪ ০৬
২০০৬-এ তেলুগু ছবি ‘দেবাদাসু’-র জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান। এটি ছিল তাঁর ডেবিউ ছবি। আর বলিউডে পা দেন ২০১২ সালে। অনুরাগ বসুর ছবি ‘বরফি’-তে। ইলিয়ানা ডি’ক্রুজ।

২০০৬-এ তেলুগু ছবি ‘দেবাদাসু’-র জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান। এটি ছিল তাঁর ডেবিউ ছবি। আর বলিউডে পা দেন ২০১২ সালে। অনুরাগ বসুর ছবি ‘বরফি’-তে। ইলিয়ানা ডি’ক্রুজ।

০৫ ০৬
বলিউড ছবি ‘কিউ...! হো গয়া না’ কাজল অগ্রবালের ডেবিউ ফিল্ম। ২০০৪ সালে এই ছবিটিতে খুব ছোট একটা চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যায়। সেই অভিনয়েই নজর কাড়েন তিনি। তারপর বলিউডের পাশাপাশি প্রচুর তেলুগু এবং তামিল ছবিতে কাজ করছেন তিনি।

বলিউড ছবি ‘কিউ...! হো গয়া না’ কাজল অগ্রবালের ডেবিউ ফিল্ম। ২০০৪ সালে এই ছবিটিতে খুব ছোট একটা চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যায়। সেই অভিনয়েই নজর কাড়েন তিনি। তারপর বলিউডের পাশাপাশি প্রচুর তেলুগু এবং তামিল ছবিতে কাজ করছেন তিনি।

০৬ ০৬
তৃষা কৃষ্ণনের ডেবিউ ছবি তামিল ‘লিসা লিসা’। ২০০৩ সালে এই ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে রইল তৃষার সেকাল-একাল।

তৃষা কৃষ্ণনের ডেবিউ ছবি তামিল ‘লিসা লিসা’। ২০০৩ সালে এই ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে রইল তৃষার সেকাল-একাল।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE