সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনির্বাণ ভট্টাচার্যের যৌনদৃশ্যের একটি ভিডিয়ো
অনির্বাণ ওই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। কিন্তু রুষ্ট জয়রাজ জানাচ্ছেন, ২০১৭ সালের ‘ঘচাং ফু’ ছবির এক দৃশ্য নিয়ে যদি অনির্বাণের মতো অভিনেতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মানুষ এমন ‘কুৎসিত আচরণ’ করে, তা হলে পরবর্তীকালে অন্য কোনও অভিনেতা এই ধরনের দৃশ্যে অভিনয় করতেই চাইবেন না। সেই কারণেই আইনি পদক্ষেপের কথা ভেবেছেন তিনি। অনির্বাণের সঙ্গে ওই ছবিতে অভিনয় করেছেন এক খ্যাতনামা পরিচালক কৌশিক মুখোপাধ্যায়, কমলিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা। জয়রাজ জানাচ্ছেন, বিদেশে এই ছবি বহুলপ্রশংসিত। কিন্তু আচমকা ২০২০ সালে এসে একটি ভিডিয়ো পোস্ট ঘিরে যে এত বিতর্ক হবে, তা ভাবতেও পারেননি তিনি।