নতুন জীবনে পা দিয়েছেন নুসরত জাহান। সদ্য মা হয়েছেন। সঙ্গী যশ দাশগুপ্তকে নিয়ে তাঁর ভরা সংসার। এ বছরে তাঁর পুজো কেমন কাটবে? কিছুতেই মুখ খুলছিলেন না ঈশান-জননী!
এ দিকে প্রায় রোজই কোনও না কোনও তারকা ভাগ করে নিচ্ছেন নিজের পুজো ভাবনা। শোনাচ্ছেন ছেলেবেলার পুজোর গল্প। তবু যেন মন ভরছিল না অনুরাগীদের। নুসরতের পুজো পরিকল্পনা জানতে না পারলে যে পুজোটাই বৃথা! এমনই ভাব তাঁর ভক্তকুলের। বুধবার রাতে সকলের সেই আকাঙ্খাই পূরণ করলেন বড় পর্দার ‘রাকা’। তাঁর ফ্যান পেজে জ্বলজ্বল করছে দুটো ভিডিয়ো। তাতে নুসরত জানিয়েছেন তাঁর ফেলে আসা পুজোর গল্প। বলেছেন, ‘‘এ বছর আমার ছেলের প্রথম পুজো। তাই আনন্দ, উদযাপন সব বাড়িতেই হবে।’’
যদিও এই ক’টি কথা বলেই পুজোর আড্ডায় দাঁড়ি টানেননি নুসরত। জানিয়েছেন, ছেলের সঙ্গেই পুরো পুজো কাটাবেন। তাই বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া, সময় কাটানো- সব কিছুই হবে বাড়িতে। তবে পুজোর সাজও বাদ যাবে না মোটেই।