১৬ অক্টোবর ফের ছোট পর্দা কাঁপাতে আসছে সলমনের বিগ বস। তার ঠিক ১২ দিন পর ২৮ অক্টোবর বড় পর্দায় আসছে ঐশ্বর্যার ধামাকা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। সকলেই মনে করছেন বিগ বসের মঞ্চে হয়তো প্রমোশনে যাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিম। তবে বি-টাউনের গুজব ভাইজানের শো-তে হয়তো দেখা যাবে কর্ণ জোহর আর অনুষ্কা শর্মাকে। কারণ রণবীরের সঙ্গে সলমনের সম্পর্ক যে খুব একটা মাখোমাখো নয়, তা সকলেরই জানা। অন্যদিকে ভাইজানের সঙ্গে বচ্চন বহুর সম্পর্কও যে রকম আদায় কাঁচকলায় তাতে জনপ্রিয় এই টিভি শো-তে রণবীর এবং ঐশ্বর্যা রাই বচ্চনকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
তবে ছোট পর্দা শেয়ার করে বোধহয় ছুঁচো মেরে হাত নোংরা করতে চাইছেন না কেউই। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বড় পর্দায় একসঙ্গে মুখ দেখাবেন সলমন খান আর ঐশ্বর্যা রাই বচ্চন।
সূত্রের খবর, বহুদিনের সম্পর্কের বরফ গলিয়ে এ বার নাকি পুরনো প্রেমিকের সঙ্গে ফের কাজ করতে রাজি হয়েছেন রাই সুন্দরী। শুধু তাই নয়, পুরনো তিক্ততার কথাও নাকি ভুলে যেতে চান তিনি। তবে শর্ত একটাই, ছবির চিত্রনাট্য আর পরিচালনা হতে হবে এক্সট্রা-অর্ডিনারি।
তাহলে কি সত্যিই এ বার পর্দায় একসঙ্গে রোম্যান্স করবেন ‘হম দিল দে চুকে সনম’-এর সেই রোম্যান্টিক জুটি? উত্তরটা তো সময়ই দেবে।
আরও পড়ুন: প্রিয়ঙ্কার জন্য কাজ খোয়াচ্ছেন ঐশ্বর্যা!
আরও পড়ুন: পোটোপাড়ার চালচিত্র