পর্দায় কিংবা পর্দার বাইরে, সমকামী সম্পর্ক দেখা গেলেই রে-রে করে ওঠে দেশ। এ দিকে অভিনেতা নিজেই যদি সমকামী হন? সে ক্ষেত্রে কী করনীয়? প্রশ্ন তুললেন ‘মাই ব্রাদার নিখিল’-এর পরিচালক ওনির। তাঁর মতে পর্দায় সমকামের গ্রহণযোগ্যতা বাড়ুক। তবেই সেখানে সাবলীল অভিনয় করতে পারবেন সমকামীরা। তাঁদের দিয়ে বিষমকামী প্রেমের দৃশ্যে অভিনয় করানো ঠিক নয়।
একই ভাবে বিষমকামীরাও সমকামীদের চরিত্রে অস্বস্তি বোধ করছেন। পর্দায় দুই পুরুষের প্রেম ফুটিয়ে তোলা তাঁদের পক্ষে কঠিন। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে অস্বস্তি বোধ করছেন। এমনকি, সংলাপেও প্রাণ থাকছে না।
তাই কলাকুশলী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়া আশু কর্তব্য বলে মনে করছেন ‘আই অ্যাম’ পরিচালক।