Advertisement
E-Paper

২৫২ কোটি টাকার মাদক মামলায় ওরিকে তলব মুম্বই পুলিশের, পাল্টা কী জানালেন নেটপ্রভাবী?

সম্প্রতি ২৫২ কোটি টাকার মাদক মামলায় নাম জড়িয়েছে তাঁর। মুম্বই পুলিশ ইতিমধ্যেই তাঁকে তলব করেছে। পুলিশকে পাল্টা কোন জবাব দিলেন ওরি?

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৩:৪৪
মুম্বই পুলিশ তলব করল ওরিকে।

মুম্বই পুলিশ তলব করল ওরিকে। ছবি: সংগৃহীত।

দাউদ ইব্রাহিম আয়োজিত মাদক পার্টিতে নাকি উপস্থিত ছিলেন ‘ওরি’ ওরফে ওরহান অবত্রামণি। শুধু তা-ই নয়, ওরি নিজেও মাদক সেবন করেন বলে অভিযোগ। সম্প্রতি ২৫২ কোটি টাকার মাদক মামলায় নাম জড়িয়েছে তাঁর। মুম্বই পুলিশ ইতিমধ্যেই তাঁকে তলব করেছে। এ বার তার জবাবে সময় চেয়ে নিয়েছেন ওরি।

২০২৪ সালের মার্চে মহারাষ্ট্রের সাংলি এলাকা থেকে ‘এমডি’ নামে পরিচিত ১২৫.১৪ কেজির মাদক বাজেয়াপ্ত করে পুলিশ, যার বাজারমূল্য কমপক্ষে ২৫২ কোটি টাকা। এই ঘটনায় গত মাসে দুবাই থেকে পুলিশ মহম্মদ সেলিম শেখ, মহম্মদ সুহেল শেখ নামে দু’জনকে গ্রেফতার করে। জেরায় ধৃতেরা জানান, মুম্বইয়ে একাধিক মাদক পার্টির আয়োজন করতেন তাঁরা। সেখানে যাতায়াত ছিল ওরি-সহ মুম্বইয়ের খ্যাতনামী তারকাদের। খবর, ধৃত সেলিম শেখ জানিয়েছেন ওরি নাকি দাউদের বেশ ঘনিষ্ঠ। শুধু তা-ই নয়, সেলিমের দাবি, দাউদের বোনঝি আলিশা পার্কারের সঙ্গেও নাকি বেশ ঘনিষ্ঠতা রয়েছে এই নেটপ্রভাবীর এবং এই ধরনের মাদক পার্টিতে যাতায়াত রয়েছে তাঁর। যদিও মুম্বই পুলিশের সমনের জবাবে ওরি জানান, তিনি ২৫ নভেম্বরের আগে হাজিরা দিতে পারবেন না। এই মুহূর্তে ওরি রয়েছেন বিদেশে। যদিও মুম্বই পুলিশের ‘অ্যান্টি নারকোটিকস’ দফতর বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ দিয়েছে ওরিকে।

ছবিতে অভিনয় না করেও বলিউডে নিজের পাকাপোক্ত জায়গা তৈরি করেছেন ওরি। অম্বানীদের বাড়ির অনুষ্ঠান থেকে সুহানা খান— সকলেরই প্রিয় বন্ধু হয়ে উঠেছেন এই নেটপ্রভাবী।

Orry Orhan Awatramani Daud Ibrahim drug case Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy