Advertisement
E-Paper

সুহানা-জাহ্নবীদের ঘনিষ্ঠ ওরি ভারতে বসে ভোট দিলেন ট্রাম্পকে! প্রশ্ন উঠছে নাগরিকত্ব নিয়ে

ভারতীয় বলেই পরিচয় দিয়ে এসেছেন ওরি ওরফে ওরহান অবত্রমানি। কিন্তু ট্রাম্প জিততেই “আমার প্রেসিডেন্ট” বলে উচ্ছ্বাস তাঁর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৯:৩৮
ট্রাম্পের জয়ের ওরির কোন সত্যি হল ফাঁস?

ট্রাম্পের জয়ের ওরির কোন সত্যি হল ফাঁস? ছবি: সংগৃহীত।

থাকেন মু্ম্বইয়ে। ওঠা-বসা, ঘোরা-ফেরা সবই বলিপাড়ার তারকা সন্তানদের সঙ্গে। যদিও তাঁর হিন্দি বলার ধরন নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। তবু এত দিন নিজেকে ভারতীয় বলেই পরিচয় দিয়ে এসেছেন ওরি ওরফে ওরহান অবত্রমানি। কিন্তু, ট্রাম্পের জয়ের পরই আসল নাগরিকত্বের কথা ফাঁস করলেন বলিপাড়ার মধ্যমণি ওরি।

কখনও ব্যালট পেপার হাতে ধরে নিজের ছবি, আবার কখনও বা ডোনাল্ড ট্রাম্পের ছবি ভাগ করেছেন ওরহান আত্রামানি। ট্রাম্প সমর্থক হিসেবে তাঁর নাম লেখা একটি টি শার্টও পরেছিলেন তিনি। এখানেই শেষ নয়! ট্রাম্পকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাতা’ বলেও সম্বোধন করেছেন ওরি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আবহে সমাজমাধ্যমে বার বার নজর কেড়েছে তাঁর পোস্ট। ট্রাম্পের জয় নিশ্চিত হতেই “আমার প্রেসিডেন্ট” বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ওরির এই ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় একপ্রস্ত হাসাহাসি শুরু হয়েছে। কেউ বলেছেন, “ওরির একটা ভোটেই তবে জিতলেন ট্রাম্প!” কেউ লিখেছেন, “আপনি ভারতীয় নন?” যদিও ওরির কি দ্বৈত নাগরিকত্বের সুবিধা ভোগ করেন কি না সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি। ভারতীয় আইন অনুযায়ী এ দেশের কোনও নাগরিক দ্বৈত নাগরিকত্বের সুবিধা ভোগ করতে পারেন না।

তবে প্রথম থেকেই আমেরিকার প্রেসিডেন্টের সমর্থক ছিলেন ওরি। ভোটের দিনও সমাজমাধ্যমে ওরি বলেন, “হয় আপনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হবেন, না হলে আপনি আমেরিকাকে ভালবাসেন না।” শুধু ট্রাম্পকে সমর্থন করেছেন তেমনই কড়া ভাবে আক্রমণ করেন কমলা হ্যারিসকে। শেষ পর্যন্ত ওরির নাগরিকত্ব নিয়ে জল্পনার অবসান হয়নি।

Donald Trump Orry suhana US Presidential Vote 2024
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy