শেষমেশ কিনা রাজকুমারী ইন্দুমতীকেই বিয়ে করল ছোটা ভীম। তা-ও আবার চুটকিকে ছেড়ে! রাগে ফেটে পড়েছেন নেটাগরিকের অনেকেই। এমনটা করতে পারল ছোটা ভীম? যে চুটকি সুখে-দুখে ছোটা ভীমের সঙ্গ ছাড়েনি, যে চুটকি লুকিয়ে লুকিয়ে তাকে লাড্ডু এনে খাইয়েছে। সেই চুটকিকে ছেড়ে কী করে ইন্দুমতীর হাত ধরতে পারে ছোটা ভীম? চুটকির আবেগের কি কোনও দাম নেই? এমন প্রশ্নও তুলে ফেলেছেন অনেকে। চুটকির জন্য সুবিচারের আশায় অনেকে আবার হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদেও শামিল। অ্যানিমেশন চরিত্র হলেও ‘ছোটা ভীমে’র তুমুল জনপ্রিয়তায় জোয়ারে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘#জাস্টিস ফর চুটকি’।
ইন্দুমতীর সঙ্গে ছোটা ভীমের ঘর বাঁধার সিদ্ধান্তে মন ভেঙেছে বহু নেটাগরিকের। তাঁদের কেউ কেউ আবার এর সঙ্গে তুলনা টেনেছেন নয়ের দশকের সুপারডুপার হিট ফিল্ম ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর। ১৯৯৮-এ কর্ণ জোহরের সেই ফিল্মেও প্রাণের বন্ধু কাজলকে ছেড়ে রানি মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন শাহরুখ খান।
ছোটা ভীমের কাণ্ডকারখানা দেখে এক নেটাগরিকের মন্তব্য, ‘‘তুমি চুটকির আবেগ নিয়ে খেলা করার পর শেষে বিয়ে করলে ইন্দুমতীকে! এটা খুবই হতাশার ভীম। কত বার তোমার জন্য প্রাণের ঝুঁকি নিয়েছে সে। ওর আবেগ নিয়ে খেলা করার অধিকার কে তোমাকে দিয়েছে? ‘#জাস্টিস ফর চুটকি’।’’