Advertisement
E-Paper

পদ্মাবতী রোষে এ বার গীতিকার জাভেদ

‘পদ্মাবতী’ নিয়ে হুমকির ঝড় অব্যাহত। রাজপুতদের অসম্মানের অভিযোগে জয়পুরে এফআইআর দায়ের হল গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে। দেওয়া হল পেটানোর হুমকি। জুড়ল সিনেমা হল জ্বালানোর উস্কানিও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ০৪:০৮

‘পদ্মাবতী’ নিয়ে হুমকির ঝড় অব্যাহত। রাজপুতদের অসম্মানের অভিযোগে জয়পুরে এফআইআর দায়ের হল গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে। দেওয়া হল পেটানোর হুমকি। জুড়ল সিনেমা হল জ্বালানোর উস্কানিও।

সঞ্জয় লীলা ভংসালীর ছবি ও তার কলাকুশলীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের নিন্দা করে গত কাল জাভেদ বলেন, ‘‘গত ২০০ বছরে ব্রিটিশদের বিরুদ্ধে সে ভাবে যুদ্ধই করেননি রাজপুত রাজারা। রাজস্থানের এই রানা, রাজা ও মহারাজারা ব্রিটিশ দরবারে কাজ করতেন। তখন এত তেজ কোথায় ছিল?’’ এর পরেই খোলা চিঠিতে অসন্তোষ জানান চিতোর রাজবংশের উত্তরসূরি মহেন্দ্র সিংহ মেবার। পদ্মাবতী-বিক্ষোভের প্রধান শরিক করণী সেনার রাজ্য সভাপতি মহীপাল সিংহ মাকরানা বলেন, ‘‘রাজস্থানে আখতারের ঢোকা নিষিদ্ধ। ঢুকলে রাস্তায় ফেলে পেটানো হবে।’’ দিন কয়েক আগে দীপিকা পাড়ুকোনের নাক-কান কাটার হুমকি দেন এই মাকরানাই। ভংসালী ও দীপিকার ১০ কোটি টাকা মাথার দাম ঘোষণা করা নিয়ে গত কালই হরিয়ানার বিজেপি নেতা সূর্যপাল আমুর জবাব চেয়েছিল তাঁর দল। সেই আমু আজ বলেছেন, ‘‘দেশের যুব ও যোদ্ধা সম্প্রদায় প্রত্যেকটা সিনেমা হল জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।’’

আরও পড়ুন: ‘পদ্মাবতী’ বিতর্ক যে প্রশ্নগুলি তুলে দিল

সক্রিয় বিজেপির তিন মুখ্যমন্ত্রীও। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ বলেছেন, ‘‘অভিনেত্রীকে যারা হুমকি দিচ্ছে, তাদের থেকে ভংসালীর অপরাধ কিছু কম নয়। তিনি ভাবাবেগ নিয়ে খেলেছেন।’’ মধ্যপ্রদেশের শিবরাজ সিংহ চৌহান ভোপালে পদ্মাবতীর সৌধ স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, নারীকল্যাণ নিয়ে
কাজ করলে ‘রাষ্ট্রমাতা পদ্মাবতী পুরস্কার’ দেওয়া হবে। রাজস্থানের বসুন্ধরা রাজের দাবি, ছবি খুঁটিয়ে দেখতে কমিটি গড়ুক কেন্দ্র। কমিটির সুপারিশ কার্যকর হওয়ার আগে যেন মুক্তি না পায় ‘পদ্মাবতী’। কিছুটা নরম কেন্দ্রীয় মন্ত্রীরা। ইস্পাতমন্ত্রী বীরেন্দ্র সিংহ বলেছেন, ‘‘যাঁরা প্রতিবাদ করছেন, তাঁরা আগে ছবিটা দেখুন। আপত্তিকর কিছু পেলে তবেই বাদ দেওয়ার প্রশ্ন উঠবে।’’

Padmavati Javed Akhtar Rajputs Insult FIR পদ্মাবতী Deepika Padukone জাভেদ আখতার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy