ফের বাবা হলেন দক্ষিণী তারকা পবন কল্যাণ। মঙ্গলবার সকালে সুস্থ এক পুত্র সন্তানের জন্ম দেন পবনের স্ত্রী আন্না। চলতি বছরের মে মাস নাগাদ প্রকাশ্যে আসে আন্নার সন্তানসম্ভবার খবর। পবনের পোলেনা নামের এক কন্যা সন্তান রয়েছে।
আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় ফের উত্তাপ ছড়ালেন নভ্যা
অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করলেও পরে রাজনীতিতে যোগ দেন পবন। ২০১১-এ আন্নার সঙ্গে প্রথম পরিচয়। ২০১৩ সালে তাঁরা বিয়ে করেন। আন্না তাঁর তৃতীয় স্ত্রী। পবন ও তাঁর দ্বিতীয় স্ত্রী রেণু দেশাইয়ের দুই সন্তান রয়েছে।
আরও পড়ুন, তৈমুরকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিতে চান সইফ-করিনা!
সন্তান জন্মানোর খবরে শুটিং ছেড়ে হাসপাতালে চলে আসেন পবন। আপাতত কিছুটা সময় স্ত্রী ও সন্তানের সঙ্গে কাটিয়ে ফের তিনি শুটিংয়ে ফিরবেন বলে খবর। পুত্র সন্তানের জন্মের পর দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে গোটা ইন্ডাস্ট্রি। !
A happy father! #PawanKalyan with his newborn prince. #PSPK pic.twitter.com/PM2rUrzuPp
— Surendhar MK (@SurendharMK) October 10, 2017
সন্তান জন্মানোর খবরে শুটিং ছেড়ে হাসপাতালে চলে আসেন পবন। আপাতত কিছুটা সময় স্ত্রী ও সন্তানের সঙ্গে কাটিয়ে ফের তিনি শুটিংয়ে ফিরবেন বলে খবর। পুত্র সন্তানের জন্মের পর দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে গোটা ইন্ডাস্ট্রি।