Advertisement
০৪ মে ২০২৪
Adult Content

প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট! ভিডিয়ো পোস্ট করে কোটি কোটি ডলার উপার্জন করছেন তারকারাও!

ওয়েবসাইটের সদস্য হতে গেলে চাঁদা দিতে হয়। তবে একবার সাবস্ক্রাইবার হলে মনোরঞ্জনের জোগানে কমতি নেই।

নিজস্ব প্রতিবেন
কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৩:৩৯
Share: Save:
০১ ১৪
একটি ওয়েবসাইট বছর খানেক হল নেটমাধ্যমে পরিচিতি পেয়েছে। তবে খ্যাতির থেকে তার কুখ্যাতিই বেশি। এই ওয়েবসাইটে নাকি প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু সহজলভ্য। এমনকি হলিউডের তারকারাও এখানে ভিডিয়ো পোস্ট করে প্রচুর অর্থ উপার্জন করেন।

একটি ওয়েবসাইট বছর খানেক হল নেটমাধ্যমে পরিচিতি পেয়েছে। তবে খ্যাতির থেকে তার কুখ্যাতিই বেশি। এই ওয়েবসাইটে নাকি প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু সহজলভ্য। এমনকি হলিউডের তারকারাও এখানে ভিডিয়ো পোস্ট করে প্রচুর অর্থ উপার্জন করেন।

০২ ১৪
সাধারণত ইনস্টাগ্রাম, ফেসবুক বা টিক টকের মতো নেটমাধ্যমে সবরকম ছবি বা ভিডিয়ো পোস্ট করা যায় না। কখনও নগ্নতা, কখনও বর্ণ বৈষম্য, আরও নানারকম কারণের কড়াকড়িতে বাতিল হয়ে যায়। সে সব পোস্ট জায়গা পায় এই ওয়েবসাইটে।

সাধারণত ইনস্টাগ্রাম, ফেসবুক বা টিক টকের মতো নেটমাধ্যমে সবরকম ছবি বা ভিডিয়ো পোস্ট করা যায় না। কখনও নগ্নতা, কখনও বর্ণ বৈষম্য, আরও নানারকম কারণের কড়াকড়িতে বাতিল হয়ে যায়। সে সব পোস্ট জায়গা পায় এই ওয়েবসাইটে।

০৩ ১৪
তারকাদের বক্তব্য, এই ওয়েবসাইটটি তাঁদের বা ভক্তদের সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ তৈরিতে সাহায্য করে।

তারকাদের বক্তব্য, এই ওয়েবসাইটটি তাঁদের বা ভক্তদের সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ তৈরিতে সাহায্য করে।

০৪ ১৪
অকারণ নিয়ম-নীতির কড়াকড়ি নেই। তা বলে সুরক্ষায় খামতি নেই। এই ওয়েবসাইটের বিষয়বস্তু যাতে অন্য কোথাও ফাঁস না হয়ে যায়, তার জন্য যাবতীয় সাবধানতা অবলম্বন করা হয়।

অকারণ নিয়ম-নীতির কড়াকড়ি নেই। তা বলে সুরক্ষায় খামতি নেই। এই ওয়েবসাইটের বিষয়বস্তু যাতে অন্য কোথাও ফাঁস না হয়ে যায়, তার জন্য যাবতীয় সাবধানতা অবলম্বন করা হয়।

০৫ ১৪
এই সুরক্ষাই সদস্যদের কাছে ওয়েবসাইটটির বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে। এখানে তাঁরা ভরসা করে নিজেদের ইচ্ছেমতো বিষয়বস্তু ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পারেন।

এই সুরক্ষাই সদস্যদের কাছে ওয়েবসাইটটির বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে। এখানে তাঁরা ভরসা করে নিজেদের ইচ্ছেমতো বিষয়বস্তু ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পারেন।

০৬ ১৪
এই ওয়েবসাইটের সদস্য হতে গেলে চাঁদা দিতে হয়। তবে একবার সাবস্ক্রাইবার হলে মনোরঞ্জনের জোগানে কমতি নেই।

এই ওয়েবসাইটের সদস্য হতে গেলে চাঁদা দিতে হয়। তবে একবার সাবস্ক্রাইবার হলে মনোরঞ্জনের জোগানে কমতি নেই।

০৭ ১৪
২০১৬ সালে ওয়েবসাইটটি প্রকাশ্যে আসে। তারপর থেকে আজ পর্যন্ত ৩ কোটি সাবস্ত্রাইবার তৈরি হয়েছে। আর এই ওয়েবসাইটে যাঁরা ছবি বা ভিডিয়ো পোস্ট করেন তাঁদের সংখ্যা সাড়ে ৪ লক্ষেরও বেশি।

২০১৬ সালে ওয়েবসাইটটি প্রকাশ্যে আসে। তারপর থেকে আজ পর্যন্ত ৩ কোটি সাবস্ত্রাইবার তৈরি হয়েছে। আর এই ওয়েবসাইটে যাঁরা ছবি বা ভিডিয়ো পোস্ট করেন তাঁদের সংখ্যা সাড়ে ৪ লক্ষেরও বেশি।

০৮ ১৪
ভিডিয়ো যাঁরা পোস্ট করেন তাঁদের বলা হয় ‘কনটেন্ট ক্রিয়েটর’। এঁরা পোস্টের বিনিময়ে টাকা পান। পোস্ট যত বেশি মানুষ দেখবেন, অর্থের পরিমাণ তত বাড়বে। অতিমারী চলাকালীন এই কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেকটাই বেড়েছে। অতিমারী পরিস্থিতিতে কর্মহীন হয়ে যাওয়া অনেককেই উপার্জনে সাহায্য করেছে এই ওয়েবসাইটটি। তবে তার সুযোগে পাল্লা দিয়ে বেড়েছে প্রাপ্তবয়স্ক ভিডিয়োর সংখ্যাও।

ভিডিয়ো যাঁরা পোস্ট করেন তাঁদের বলা হয় ‘কনটেন্ট ক্রিয়েটর’। এঁরা পোস্টের বিনিময়ে টাকা পান। পোস্ট যত বেশি মানুষ দেখবেন, অর্থের পরিমাণ তত বাড়বে। অতিমারী চলাকালীন এই কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেকটাই বেড়েছে। অতিমারী পরিস্থিতিতে কর্মহীন হয়ে যাওয়া অনেককেই উপার্জনে সাহায্য করেছে এই ওয়েবসাইটটি। তবে তার সুযোগে পাল্লা দিয়ে বেড়েছে প্রাপ্তবয়স্ক ভিডিয়োর সংখ্যাও।

০৯ ১৪
কিছু দিন আগেই হলিউডের এক অভিনেত্রী বেলা থর্ন স্রেফ এক দিনে এই ওয়েবসাইট থেকে ১০ লক্ষ ডলার উপার্জন করেছেন। বেলার উপার্জনের বহর দেখে নীতি বদলাতে বাধ্য হয় ওয়েবসাইটটি। এক দিনে একজন তারকা ১০ লক্ষ ডলার আয় করলে, তার জোগান আসবে কোথা থেকে! বেলার ঘটনার পর তাই দৈনিক সর্বোচ্চ উপার্জনের উপর একটা সীমারেখা টেনে দিয়েছিলেন ওয়েবসাইট কর্তৃপক্ষ।

কিছু দিন আগেই হলিউডের এক অভিনেত্রী বেলা থর্ন স্রেফ এক দিনে এই ওয়েবসাইট থেকে ১০ লক্ষ ডলার উপার্জন করেছেন। বেলার উপার্জনের বহর দেখে নীতি বদলাতে বাধ্য হয় ওয়েবসাইটটি। এক দিনে একজন তারকা ১০ লক্ষ ডলার আয় করলে, তার জোগান আসবে কোথা থেকে! বেলার ঘটনার পর তাই দৈনিক সর্বোচ্চ উপার্জনের উপর একটা সীমারেখা টেনে দিয়েছিলেন ওয়েবসাইট কর্তৃপক্ষ।

১০ ১৪
তবে বেলা একা নন। হলিউডের পপ তারকা কার্ডি বি-ও এই ওয়েবসাইটের একজন কনটেন্ট ক্রিয়েটর। ভিডিয়ো, ছবি, নিজস্বী শেয়ার করে প্রতি মাসে ৮০ লক্ষ ডলার রোজগার করেন কার্ডি বি।

তবে বেলা একা নন। হলিউডের পপ তারকা কার্ডি বি-ও এই ওয়েবসাইটের একজন কনটেন্ট ক্রিয়েটর। ভিডিয়ো, ছবি, নিজস্বী শেয়ার করে প্রতি মাসে ৮০ লক্ষ ডলার রোজগার করেন কার্ডি বি।

১১ ১৪
বিখ্যাত র‌্যাপ গায়ক তিগা-ও এখানে নিজের ছবি, ভিডিয়ো দেন। বদলে মাসে ৭০ লক্ষ ডলার আয় করেন তিনি।

বিখ্যাত র‌্যাপ গায়ক তিগা-ও এখানে নিজের ছবি, ভিডিয়ো দেন। বদলে মাসে ৭০ লক্ষ ডলার আয় করেন তিনি।

১২ ১৪
ওয়েবসাইটটির কনিষ্ঠতম সদস্য ১৮ বছরের মার্কিন র‌্যাপ শিল্পী ভাড ভাবি। ১৮ পূর্ণ করার এক সপ্তাহের মধ্যেই ওয়েবসাইটে নিজের ফ্যানপেজ খুলেছিলেন। তাঁর দাবি এখানে ৬ ঘণ্টায় তিনি ১০ লক্ষ ডলার রোজগার করেছেন।

ওয়েবসাইটটির কনিষ্ঠতম সদস্য ১৮ বছরের মার্কিন র‌্যাপ শিল্পী ভাড ভাবি। ১৮ পূর্ণ করার এক সপ্তাহের মধ্যেই ওয়েবসাইটে নিজের ফ্যানপেজ খুলেছিলেন। তাঁর দাবি এখানে ৬ ঘণ্টায় তিনি ১০ লক্ষ ডলার রোজগার করেছেন।

১৩ ১৪
তবে এই সব তারকা কোনও প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিয়ো শেয়ার করেন না। এক সদস্য আমেরিকার আর এক র‌্যাপ গায়িকা রুবি রোজ জানিয়েছেন, ‘‘যাঁরা ভাবেন এই ওয়েবসাইট শুধুমাত্র প্রাপ্তবয়স্ত ছবি বা ভিডিয়ো ভাগ করে নেওয়ার জায়গা, তাঁরা ভুল ভাবছেন। এখানে আমরা ব্যক্তিগত স্তরে নানা বিষয়বস্তু ভাগ করে নিই ঠিকই, তবে সেগুলো কখনওই প্রাপ্তবয়স্ক নয়। আমরা কি হোয়াটসঅ্যাপ বা স্ন্যাপচ্যাটে  শুধু নগ্নতা শেয়ার করি? তা তো নয়। কিন্তু এই ওয়েবসাইটটি নিয়ে সাধারণ মানুষের ভাবনা কিছুটা তেমনই দাঁড়াচ্ছে।’’

তবে এই সব তারকা কোনও প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিয়ো শেয়ার করেন না। এক সদস্য আমেরিকার আর এক র‌্যাপ গায়িকা রুবি রোজ জানিয়েছেন, ‘‘যাঁরা ভাবেন এই ওয়েবসাইট শুধুমাত্র প্রাপ্তবয়স্ত ছবি বা ভিডিয়ো ভাগ করে নেওয়ার জায়গা, তাঁরা ভুল ভাবছেন। এখানে আমরা ব্যক্তিগত স্তরে নানা বিষয়বস্তু ভাগ করে নিই ঠিকই, তবে সেগুলো কখনওই প্রাপ্তবয়স্ক নয়। আমরা কি হোয়াটসঅ্যাপ বা স্ন্যাপচ্যাটে শুধু নগ্নতা শেয়ার করি? তা তো নয়। কিন্তু এই ওয়েবসাইটটি নিয়ে সাধারণ মানুষের ভাবনা কিছুটা তেমনই দাঁড়াচ্ছে।’’

১৪ ১৪
তবে বিষয়বস্তু যাই হোক, ওয়েবসাইট যে বিপদে অনেককে অর্থ জুগিয়ে সাহায্য করেছে, তা এক বাক্যে মেনেছেন তারকারা। হলিউডের সুপারস্টার মাইকেল জর্ডন যেমন তাঁর অ্যাকাউন্টটি তৈরিই করেছেন তাঁদের জন্য যাঁরা অতিমারীতে অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত হয়েছেন। জর্ডনের দেওয়া ছবি, ভিডিয়ো থেকে তিনি যা অর্থ উপার্জন করেন, তার পুরোটাই যায় অতিমারীতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য।

তবে বিষয়বস্তু যাই হোক, ওয়েবসাইট যে বিপদে অনেককে অর্থ জুগিয়ে সাহায্য করেছে, তা এক বাক্যে মেনেছেন তারকারা। হলিউডের সুপারস্টার মাইকেল জর্ডন যেমন তাঁর অ্যাকাউন্টটি তৈরিই করেছেন তাঁদের জন্য যাঁরা অতিমারীতে অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত হয়েছেন। জর্ডনের দেওয়া ছবি, ভিডিয়ো থেকে তিনি যা অর্থ উপার্জন করেন, তার পুরোটাই যায় অতিমারীতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE