মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ পেরিয়ে গিয়েছে। করোনার থাবা বসেছে বলিউডেও। অমিতাভ বচ্চনের পরিবারেও হানা দিয়েছে করোনাভাইরাস। এই অবস্থায় একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে, বলিউডের বাদশা শাহরুখ খান নিজের বাড়ি 'মন্নত' প্লাস্টিকে ঢেকে দিয়েছেন।
তবে করোনা ভাইরাসের জন্যই 'মন্নত'-কে এমন ভাবে প্লাস্টিকে ঢেকে দেওয়া হয়েছে ভাবা ভুল হবে। কারণ প্রতি বছরই বর্ষার সময় নাকি 'মন্নত'-কে এমন প্লাস্টিকে আচ্ছাদিত করা হয়, এবারও তা করা হয়েছে। কিন্তু করোনার আবহে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
বিভিন্ন রাজ্যের মতোই মহারাষ্ট্রেও করোনার প্রকোপ কমার কোনও লক্ষণ দেখাচ্ছে না। এখনও পর্যন্ত তিন লাখ ১৮ হাজার ৬৯৫টি কনফার্মড কেস সামনে এসেছে। সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৭৫ হাজার ২৯ জন। অ্যাক্টিভ কেস এখনও এক লাখ ৩১ হাজার ৬৩৬। মৃত্যু হয়েছে ১২ হাজার ৩০ জনের।