গত ১৭ অক্টোবর গোপনে বিয়ে সেরেছিলেন বাংলাদেশের নায়িকা পরীমণি। শনিবার আনুষ্ঠানিক ভাবে বিয়ে করলেন তিনি। পাত্র বাংলাদেশেরই নায়ক শরিফুল রাজ। শনিবারই গায়ে হলুদের কিছু ছবি দেখা গিয়েছিল পরীমণির ফেসবুকে। এ বার বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবিও প্রকাশ্যে এসেছে। ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
পরীমণি যাকে মা বলে ডাকেন, সেই পরিচালক চয়নিকা চৌধুরীর ফেসবুক থেকে মিলল তাঁদের বিয়ের ছবি। দেখা যাচ্ছে, মেরুন রঙের বেনারসি, ঘিয়ে রঙা ওড়না এবং সোনার গয়নায় সেজে উঠেছেন পরী।
সেখানে একটি ছবিতে আবেগতাড়িত পরীর ছবিও দেখতে পান ভক্তরা। বিয়ের শেষে চোখের জল ধরে রাখতে পারলেন না নায়িকা। সেই ছবিতে বরের মুখ দেখা না গেলেও বোঝা যাচ্ছে, রাজের হাত ধরে রেখেই কেঁদে ভাসাচ্ছেন পরীমণি।