Advertisement
E-Paper

৪৫-এও ’সিঙ্গল’ প্রভাস, নাম জড়ায় অনুষ্কা, কৃতির সঙ্গে! তবু কার প্রেমে মজে তিনি?

চল্লিশে পা দেওয়ার পর থেকেই ছেলের বিয়ে নিয়ে নাকি চিন্তিত তাঁর মা। যদিও মনের মতো মেয়ে, বলা ভাল স্বপ্নসুন্দরীকে খুঁজে পাননি। নেপথ্য কারণ কী? প্রকাশ্যে আনলেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২০:২৪
Prabhas Having Affair With whom so that he was not able to find his dream girl

(বাঁ দিক থেকে) অনুষ্কা শেট্টি, প্রভাস, কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত।

‘বাহুবলী’ ছবির সময় থেকে অনুষ্কা শেট্টির সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। এমনও শোনা গিয়েছিল, অনুষ্কাকেই নাকি বিয়ে করবেন তিনি। যদিও দশ বছর কেটে গেলেও বাস্তবে তেমন কিছুই হয়নি। তবে কেবল অনু্ষ্কা নন, ‘আদিপুরুষ’ ছবির সময় অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে নাম জড়ায় প্রভাসের। কিন্তু বক্স অফিসে ছবির ব্যর্থতার সঙ্গেই সেই গুঞ্জনও চাপা পড়ে যায়। অভিনেতা চল্লিশে পা দেওয়ার পর থেকেই ছেলের বিয়ে নিয়ে নাকি চিন্তিত তাঁর মা। যদিও মনের মতো মেয়ে, বলা ভাল স্বপ্নসুন্দরীকে খুঁজে পাননি তিনি। নেপথ্য কারণ কী? প্রকাশ্যে আনলেন অভিনেতা।

প্রভাসের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছে বিস্তর। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি। যদিও বিয়ে নিয়ে কোনও অনীহা নেই তাঁর। তবে এখনও পর্যন্ত এমন কোনও নারী নাকি তাঁর জীবনেই আসেনি যাকে দেখে তাঁর মনে হবে এই সেই স্বপ্নসুন্দরী। প্রভাস খানিক মজা করেই বলেই, ‘‘আমি আসলে ‘বাহুবলী’র সঙ্গে আজীবনের সম্পর্কে জড়িয়ে পড়েছি।’’ একই সঙ্গে প্রভাস এ-ও জানান বিয়ে করার জন্য কেমন মানুষ চান নিজের জীবনে, আসলে সেই ধারণাও স্পষ্ট নয় তাঁর কাছে। তবে কি সলমন খানের জুতোয় পা গলাবেন অভিনেতা! সেটা সময় বলবে।

Prabhas South Indian Actor Anushka Shetty Kriti Sanon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy