Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

সেলফি তুললেন বচ্চন, শেয়ার করলেন নেতানইয়াহু

অমিতাভকে শুভেচ্ছা জানিয়ে নেতানিয়াহু বলেন, ‘‘আমি দেখলাম আমার থেকে প্রায় ৩০ মিলিয়ন (৩ কোটি) বেশি ফলোয়ার রয়েছে অমিতাভ বচ্চনের।’’

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে ‘বলিউড’-এর গ্রুপফি। ছবি: বেঞ্জামিন নেতানইয়াহুর টুইটার পেজের সৌজন্যে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে ‘বলিউড’-এর গ্রুপফি। ছবি: বেঞ্জামিন নেতানইয়াহুর টুইটার পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ১৪:১০
Share: Save:

স্ত্রী সারাকে নিয়ে ভারত সফরে এসেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। বিভিন্ন শিল্পপতি, মুম্বইয়ে বসবাসকারী ইহুদিদের সঙ্গে দেখা করার পর এ বার এক অনুষ্ঠানে ‘বলিউড’-এর সঙ্গে মুখোমুখি হলেন তিনি।

বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত এই অনুষ্ঠানটির নাম ছিল ‘শালোম বলিউড’। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েক জন তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, কর্ণ জোহর, ইমতিয়াজ আলি, বিবেক ওবেরয়, প্রসূন জোশী এবং মধুর ভান্ডারকরদের সঙ্গে সেলফিও তুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বলিউডের সব তারকা, প্রযোজক এবং অভিনেতাদের সঙ্গে সেলফি তুলতে চাই। হাজার হাজার মানুষ এই বন্ধুত্ব দেখুক...।’’

গ্রুপ সেলফিটি তোলেন অমিতাভ বচ্চন। টুইটারে নিজেই সেই ছবি শেয়ার করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এবং এই ছবি বেশ নজর কেড়েছে নেটিজেনদের। এক কথায় ভাইরাল হয়েছে।

অমিতাভকে শুভেচ্ছা জানিয়ে নেতানিয়াহু বলেন, ‘‘আমি দেখলাম আমার থেকে প্রায় ৩০ মিলিয়ন (৩ কোটি) বেশি ফলোয়ার রয়েছে অমিতাভ বচ্চনের।’’

একই সঙ্গে তিনি জানান, বলিউডকে তাঁর দেশ ভালবাসে। তিনি নিজেও হিন্দি ছবির ভক্ত। বলিউডের সঙ্গে ইজরায়েলের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনেরও ইচ্ছে প্রকাশ করেন তিনি।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

অনুষ্ঠানে উপস্থিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, “ইজরায়েলের রয়েছে দারুণ প্রযুক্তি এবং আমাদের রয়েছে অমিতাভ বচ্চন-সহ এক ঝাঁক তারকা। এই দুটোকে যদি আমরা মেলাতে পারি, তবে বিনোদনে আমরা নতুন একটা বিশ্ব সৃষ্ঠি করতে পারব।”

আরও পড়ুন, হৃতিক, সলমন ছাড়া হ্যান্ডসাম অভিনেতাদের তালিকায় আর কে?

আরও পড়ুন, জোয়া আখতারের ছবিতে বিজয় বর্মা

নেতানইয়াহুও বলেন, বলিউডকে প্রযুক্তিগত সাহায্য দিতে ইজরায়েল খুবই আগ্রহী। বলিউডে ইজরায়েলি বিনিয়োগ বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE