খোলা চুল, অনাবৃত দুই পা... হালফিলে যাঁর হটনেস কোশেন্ট হার মানাবে তাবড় বলিস্টারকেও। প্রিয়ঙ্কা সরকার। আবারও তিনি লাস্যময়ী। সমুদ্রতটে খোলামেলা ছবিতে ধরা দিলেন আরও এক বার।
ছবিটি তুলেছেন প্রিয়ঙ্কার ‘বেস্টফ্রেন্ড’ তথাগত। যদিও ইন্ডাস্ট্রির গুঞ্জন, প্রিয়ঙ্কা-তথাগত’র সম্পর্ক নাকি শুধুই বন্ধুত্ব নয়। অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। তবে সে কথা মানতে নারাজ অভিনেত্রী।
প্রিয়ঙ্কার ওই ছবিতে অজস্র লাইক, কমেন্টস। তবে উড়ে এসেছে সমালোচনাও। তাতে অবশ্য থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনি রয়েছেন নিজের শর্তেই। চলছে রাহুলের সঙ্গে বিচ্ছেদের মামলা। কিন্তু তিনি ব্যস্ত কাজ এবং ছেলে সহজকে নিয়ে।
আরও পড়ুন-কেন ব্রেক আপ হয়েছিল শাহিদ-করিনার? করিনা বললেন...
দেখুন সেই পোস্ট