Advertisement
০৫ মে ২০২৪
Entertainment News

প্রিয়ঙ্কার জন্মদিনে রাহুল কী উইশ করলেন?

ঘড়ির কাঁটায় বারোটা। কেক কেটেছেন তিনি। সকালে ফ্যান ক্লাবের সঙ্গে আবার কেক কাটা। সহজ নিজে হাতে ছবি এঁকে কার্ড তৈরি করেছে। আর স্পেশ্যাল গিফ্ট?...তাঁর জীবনে বছর শেষের পার্টি আর জন্মদিন মিলেমিশে একাকার। তিনি প্রিয়ঙ্কা সরকার। জন্মদিনে এক্সক্লুসিভ আড্ডা দিলেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।ঘড়ির কাঁটায় বারোটা। কেক কেটেছেন তিনি। সকালে ফ্যান ক্লাবের সঙ্গে আবার কেক কাটা। সহজ নিজে হাতে ছবি এঁকে কার্ড তৈরি করেছে। আর স্পেশ্যাল গিফ্ট?...তাঁর জীবনে বছর শেষের পার্টি আর জন্মদিন মিলেমিশে একাকার। তিনি প্রিয়ঙ্কা সরকার।

প্রিয়ঙ্কা সরকার। ছবি: তথাগত ঘোষ

প্রিয়ঙ্কা সরকার। ছবি: তথাগত ঘোষ

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৯
Share: Save:

শুভ জন্মদিন। আনন্দবাজার ডিজিটালের তরফ থেকে।

ধন্যবাদ।

একটা কথা প্রথমেই জানতে চাই। রাহুল উইশ করেছেন আপনাকে? আপনি রাহুলের জন্মদিনে উইশ করেন?

আমরা আর ছোট নেই। জন্মদিনে কে কাকে কী উইশ করল তা নিয়ে মাথা ঘামাই না আর।

২০১৮ শেষ। অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার কোথায় দাঁড়িয়ে?

বছরের শুরুতে কিছু টার্গেট ছিল। বছর পেরিয়ে মনে হচ্ছে সেগুলো পূর্ণ হয়েছে। প্রিয়ঙ্কা এখন আরও ঝকঝকে। মৈনাকদার ছবিতে যীশুদার বিপরীতে কাজ করছি। এটাও খুব বড় অভিজ্ঞতা। তবে এটুকু বলতে পারি ২০১৯-এ প্রিয়ঙ্কা আরও পরিশ্রমী হবে।

'হ্যালো টু' আবার ফিরছে। রাইমার সঙ্গে সমকামিতার দৃশ্যে কতটা স্বচ্ছন্দ?

আমার করা চরিত্রগুলোর মধ্যে 'হ্যালো টু' খুব কাছের চরিত্র। আর চিত্রনাট্যের খাতিরে সমকামিতার দৃশ্য এসেছে। আমি নিশ্চিত দর্শকের তা ভাল লাগবে। আরও একটা কথা। 'হ্যালো টু'-র স্ট্রিমিং তো চলছে। তার ফিডব্যাক খুব ভাল। পরের কয়েকটা এপিসোডে আরও টুইস্ট আছে, আমরা তার অপেক্ষায়।

আরও পড়ুন, বিকিনি আর স্বল্পবাসে সায়ন্তনী, বললেন, ‘কোনও ছুঁৎমার্গ নেই’

নায়িকা প্রিয়ঙ্কা সরকারকে সোশ্যাল মিডিয়া প্রশংসার সঙ্গে নানা ভাবে আক্রমণও করে। যেমন 'ছেলের মা হয়ে এত খোলামেলা পোশাক'...সমাজ কি সেই সংস্কারেই ঢাকা?

এই ক্ষেত্রে একটা কথাই বলতে পারি। সমাজ কি এত দ্রুত বদলায়? বদলায় না। আরও সময় দিতে হবে।

তাহলে নায়িকাদের শরীর নিয়ে ছুৎমার্গ থাকলে এই সময়ে চলবে?

আলাদা করে নায়িকা, অভিনেত্রী এ ভাবে ভাবি না আমি। ব্যক্তি মানুষ কীভাবে নিজেকে দেখছে, এটা তার ওপর।একজন মানুষ হিসেবে চরিত্রের জন্য যদি কিছু করতে হয় আমি করব।

মুম্বইয়ে যান না কেন?

কেন এখানে আমায় দেখতে ভাল লাগছে না?(হাসি)


ছেলের সঙ্গে প্রিয়ঙ্কা।

তা নয়। মনে হয় না সুজিত সরকারের ছবিতে কাজ করি?

শুধু সুজিত সরকার নয়। সুজয় ঘোষ, অনিরুদ্ধ রায়চৌধুরী আছেন, শমীক সেন আছেন যাঁরা বলিউডে গুরুত্বপূর্ণ সব কাজ করছেন। কিন্তু ওঁদের ব্যক্তিগতভাবে বলতে পারি এমন সম্পর্ক তো নয়। তবে কাজ নিশ্চই করতে চাই।

মিমি, নুসরতের কাছেও আপনার প্রশংসা শুনেছি...

আমি খুব ভাগ্যবান যে আমার প্রিয় অভিনেত্রীরা আমাকে উৎসাহ দেন। 'ক্রিসক্রস' এ কাজ করতে গিয়ে দেখেছি ওরা ভীষণ ডাউন টু আর্থ।

কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পাওয়ার তো একটা লড়াই আছে। সবটাই ভাল তা কিন্তু নয়...

তা নয়। তবে আমার পরিবার পাশে না থাকলে এত দূর আসতে পারতাম না। আর ইন্ডাস্ট্রির মানুষ আমায় সহযোগিতা করেছেন। সমর্থন করেছেন। আমি খুব গ্রেটফুল।

আরও পড়ুন, দীপিকা-ক্যাটরিনা নয়, এই বছর গুগল সার্চের শিরোনামে রয়েছেন এঁরা

এত রকমের চরিত্র, ভাল অভিনয় সত্বেও প্রিয়ঙ্কা প্রথম সারিতে আসছেন না কেন?

এই সারিটা বানায় কারা? বলবেন? আমার খুব জানতে ইচ্ছে করে। যাতে আমিও তাদের জিজ্ঞেস করতে পারি আমি কোথায়? যাই হোক। আমার সারিতে আমি তৃপ্ত। যেভাবে পরিচালক, প্রযোজকরা চরিত্র দিচ্ছেন তাতে কাজ করে আমি খুশি।

আপনি নাকি তথাগতকে ছাড়া হট ছবি তোলেন না?

হমম! আমি মডেলিং ব্যাকগ্রাউন্ডের নই। তবুও অন্যরকম ছবি তোলার ক্ষেত্রে ফোটোগ্রাফারের সঙ্গে একটা কমফর্ট জোন থাকে। আমি বলে নয়, বলিউডেও আছে। তো সে ক্ষেত্রে তথাগত-র সঙ্গে আমার কমফর্ট জোনটা সবচেয়ে বেশি। তাই ছবি তুলি।

শোনা যায় তথাগত আপনার জন্যই বিয়ে করলেন না!

(হাসি)এই প্রশ্ন করার আগে প্লিজ একবার তথাগতর সঙ্গে আপনার কিছুক্ষণ সময় কাটানো উচিত। আপনি সব বুঝে যাবেন। এই প্রশ্নটা খুব হাস্যকর। ওর বন্ধুরাও হাসবে। তবে ওর পরিবারের সঙ্গেও তো আমার খুব ভাল সম্পর্ক। তাই এটা বলতে পারি, ওর সদ্য বিয়ে হওয়ার কথা কোনোওদিন কিছু তো শুনিনি। ও বিয়ে করবে? বিয়ে?

When the photographer is injured I need to take the selfie...

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz) on

সৃজিত মুখোপাধ্যায়, মৈনাক ভৌমিক, বিরসা দাশগুপ্ত...

হমম! তিনজনের সঙ্গে কাজ করেছি। তিন জনেই খুব প্রিয় আমার। প্রত্যেকেই চরিত্রটা পুরো বের করে আনতে জানে। তবে কাজের ধরন তো তিনজনের আলাদা। ইউনিক।সেক্ষেত্রে সৃজিত মুখোপাধ্যায়ের সেটে ওঁকে স্যর বলে ডাকতে ইচ্ছে করে। খুব স্ট্রিক্ট। মৈনাকদা আবার আড্ডা দিতে দিতে কাজ তুলে নেয়। কুল খুব। বিরসাদার ইউনিটে সবাই বন্ধু। কিন্তু এঁরা অভিনেত্রীর বেস্ট নিয়ে নিতে পারে।

একটু ব্যক্তিগত প্রশ্ন করি। সহজ রাহুলের কাছে যেতে চায় না?

(একটু ভেবে) নাহ। জন্ম থেকে সহজ আমার কাছে রয়েছে। ওর তরফ থেকে কোনও অভিযোগ নেই।আমরা নিজেদের সময় ভাগ করে নিই। ও খুব হ্যাপি আমার সঙ্গে। আর অতটাও পরিণত হয়নি যে এই ব্যাপারটা বুঝবে, এক্সপ্রেস করবে। এখনও অবধি 'উই আর হ্যাপি'।

যখন কাজের জন্য রাতে বেরোতে হয় কী বলেন?

ও ছোট থেকেই জানে 'মাম্মা কাজে যাচ্ছে।' ও ফোন করে কথা বলে। ফিরে এলে কাজের কথা জানতে চায়। কী করলাম সেটা গল্প করি। ও জানে ওর মা ওয়ার্কিং মাদার। আমি খুব লাকি সহজের মতো অনুভূতিপ্রবণ মানুষকে আমার জীবনে পেয়েছি।

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE