ভোল বদলে ফেলেছেন কর্ণ জোহর। গত কয়েক দিন ধরেই কর্ণের চেহারার উপরে নজর ছিল তাঁর অনুরাগীদের। চোখে প়ড়ার মতো রোগা হয়েছেন প্রযোজক-পরিচালক। তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সমাজমাধ্যমে। এ বার কার্তিক আরিয়ানের পথ অনুসরণ করলেন তিনি। তাঁকে দেখেই নাকি সকলের কার্তিক আরিয়ানের কথা মনে পড়ে যাচ্ছে।
তারকা কেশসজ্জা শিল্পী আলিম হাকিম কর্ণের একটি ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। সেখানে কর্ণকে একেবারে নতুন রূপে দেখা গিয়েছে। ধারালো চোয়াল, চোখে চশমা, মোহক ছাঁটে কাটা চুল। যেন কোনও তরুণ! এই রূপ দেখে অবাক নেটাগরিকেরা। তাঁকে দেখে কার্তিকের কথা মনে পড়ছে অনেকের। ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে কার্তিক আরিয়ানকেও দেখা গিয়েছে খানিক এমনই চুলের ছাঁটে। এমনকি, কার্তিকের চোখেও রয়েছে সেই একই ধরনের চশমা। এই ছবির প্রযোজক ধর্ম প্রযোজনা সংস্থা। তা হলে কি উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই নিজের প্রযোজিত ছবির নায়কের মতো চুল কেটেছেন কর্ণ? সেই প্রশ্নও উঠছে।
আরও পড়ুন:
এই ছবিতে কর্ণের বিপরীতে দেখা যাচ্ছে অনন্যা পাণ্ডেকে। ছবির পরিচালনা করেছেন সমীর বিদওয়ানস। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি প্রেমের এই ছবি মুক্তি পাওয়ার কথা।
উল্লেখ্য, কিছু দিন আগেই অনুরাগী মহলে শুরু হয়ে গিয়েছিল কানাঘুষো— অসুস্থ হয়ে কি কর্ণের ওজন কমে গিয়েছে? অথচ, কর্ণকে নিয়মিত দেখা যাচ্ছে কোনও না কোনও অনুষ্ঠানে, বন্ধুদের জমায়েতে। ফলে ওষুধ খেয়ে ওজন কমানোর বিষয়টি নিয়েও শুরু হয়েছিল আলোচনা। অনেকেই বলতে শুরু করেছিলেন, দ্রুত ওজন কমাতে চিকিৎসার শরণাপন্ন হয়েছেন কর্ণ। কিন্তু কর্ণ নিজেই জানিয়েছিলেন, অসুস্থতা নয়, বরং পরিশ্রম করে মেদ ঝরিয়েছেন তিনি।