ফের করিশ্মা কপূরের ব্যক্তিগত জীবন চর্চায়। গত ১২ জুন প্রয়াত হয়েছেন তাঁর প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর। তার পর থেকেই করিশ্মাকে ঘিরে একের পর এক ঘটনা উঠে আসছে। সঞ্জয়ের সঙ্গে করিশ্মার বিয়ে হয়েছিল ২০০৩ সালে। তার আগের বছর অর্থাৎ ২০০২-এ অভিষেক বচ্চনের সঙ্গে বাগ্দান সেরেছিলেন তিনি। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পরে বিয়ের কথা ভাবছিলেন তাঁরা। কিন্তু বাগ্দানের পরে সম্পর্ক ভেঙে যায় তাঁদের। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন করিশ্মা। নিজেই জানিয়েছিলেন সাক্ষাৎকারে, কতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি।
পুরনো সাক্ষাৎকারে করিশ্মা বলেছিলেন, “এই বছরের শুরুটা আমার জন্য সাংঘাতিক রকমের ভয়ঙ্কর ছিল। আমি চাই, যেন আর কোনও মেয়েকে এমন কিছুর মুখোমুখি হতে না হয়। জোর করে নিজের মনের আঘাতকে সামাল দিতে হয়েছে নিজেকেই। মনে হয়, সময়ই এই যন্ত্রণার উপশম করবে।”
অভিষেকের নাম না নিয়েই করিশ্মা বলেছিলেন, “অনেক যন্ত্রণা পেয়েছি। যা যা হয়েছে, তার পরেও বলব, যা হওয়ার ছিল, তা হয়ে গিয়েছে। তবে আমি মানসিক ভাবে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত ছিলাম না। জীবন কখন কিসের সামনে এনে ফেলে বোঝা যায় না। তবে সব কিছু অতিক্রম করে এগিয়ে যেতে হবে।” বাবা-মা ও বোন সঙ্গে না-থাকলে এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসা কঠিন হত বলেও জানিয়েছিলেন করিশ্মা। যদিও ঠিক কী কারণে করিশ্মা ও অভিষেকের সম্পর্ক ভেঙে যায়, তা এখনও স্পষ্ট নয়। অমিতাভ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘অবাঞ্ছিত’ পরিস্থিতির কারণে সম্পর্কে ভাঙন ধরেছিল। ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন, “ওই মুহূর্তটা খুবই সংবেদনশীল ছিল। সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক আবার ভেঙেও যায়। এক অল্পবয়সি পুরুষ ও তাঁর পরিবারের জন্য এই ঘটনা সত্যিই দুঃখের। এমন যেন আর কারও সঙ্গে না হয়।”