১৯৯৭ সালের ছবি ‘বর্ডার’ বক্সঅফিসে ঝড় তুলেছিল। ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল, অক্ষয় খন্না ও সুনীল শেট্টী। সেই ছবির গান আজও কানে বাজে দর্শকের। তাই ‘বর্ডার ২’ ছবিতেও ব্যবহার করা হয়েছে পুরনো গান। সেই পুরনো ছবির সঙ্গে রয়েছে আরও একটি যোগ। ‘বর্ডার ২’ ছবিতেও রয়েছেন সানি দেওল। এ বার অনুরাগীদের প্রশ্ন, এই ছবিতে কি অক্ষয় খন্নাকেও দেখা যাবে তা হলে?
‘বর্ডার ২’ ছবি থেকে ‘ঘর কব আওগে’ গানটি মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। সেই গানটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। সেই গানের দৃশ্যে নাকি এমন এক অভিনেতাকে দেখা গিয়েছে, যাঁর সঙ্গে মিল রয়েছে অক্ষয়ের। এমনই দাবি অনুরাগীদের। আর তাই তাঁদের অনুমান, এই ছবিতেও অক্ষয়ের দর্শন মিলতে পারে। বিশেষত ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পরে এই জল্পনা বেশি করে ঘনীভূত হয়েছে। সত্যিই কি বিশেষ উপস্থিতি রয়েছে অক্ষয়ের?
আরও পড়ুন:
এই প্রসঙ্গে মুখ খুলেছেন ছবির প্রযোজক নিধি দত্ত। তাঁর স্পষ্ট বক্তব্য, “এই ছবিতে কোনও ভাবেই অক্ষয় খন্নাকে দেখা যাবে না। আমরা ওঁর কাছে ছবির প্রস্তাবও নিয়ে যাইনি কখনও।” তিনি জানিয়েছেন, পুরনোদের মধ্যে একমাত্র সানি দেওলকেই দেখা যাবে। নিধি আরও জানিয়েছেন, পুরনো ‘বর্ডার’-এর সঙ্গে এই ছবির কোনও যোগ নেই। ‘বর্ডার ২’ সম্পূর্ণ ভিন্ন একটি গল্পের উপর তৈরি।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘বর্ডার ২’। জেপি দত্ত পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বরুণ ধবন, অহান শেট্টী, দিলজিৎ দোসাঞ্জ, মোনা সিংহ, অন্যা সিংহ, সোনম বাজওয়া ও মেধা রানা।