Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৩

ফোটোগ্রাফার পূরব কোহলি

নিজের শখকে যদি ছবির পরদায় ফুটিয়ে তোলার সুযোগ পাওয়া যায়, তা হলে কেয়া বাত! এমনটাই ঘটেছে অভিনেতা পূরব কোহলির সঙ্গে। ‘নুর’ ছবিতে পূরবকে একজন ওয়ার ফোটোগ্রাফারের ভূমিকায় দেখা যাবে, সোনাক্ষী সিংহর বিপরীতে।

পূরব কোহলি

পূরব কোহলি

শ্রাবন্তী চক্রবর্তী
মুম্বই শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০০:৫৫
Share: Save:

নিজের শখকে যদি ছবির পরদায় ফুটিয়ে তোলার সুযোগ পাওয়া যায়, তা হলে কেয়া বাত! এমনটাই ঘটেছে অভিনেতা পূরব কোহলির সঙ্গে। ‘নুর’ ছবিতে পূরবকে একজন ওয়ার ফোটোগ্রাফারের ভূমিকায় দেখা যাবে, সোনাক্ষী সিংহর বিপরীতে। ব্যাপারটা নিয়ে জানার জন্য পূরবকে ফোনে ধরতেই উৎসাহিত হয়ে বললেন, ‘‘ফোটোগ্রাফিটা নিজেই শিখেছি। এবং ছবির লাইটিং নিয়ে অনেক কিছু জানি। এক সময় ভাল একটা ক্যামেরা কেনা যখন বিরাট ব্যাপার ছিল, তখনই একটা ক্যামেরা কিনে ফেলেছিলাম। ছবি ডেভেলপও নিজেই করতাম। এখন তো ফিল্ম পাওয়াই যায় না। জানেন, ফিল্মের শুরুতে একটা দৃশ্য আছে, যেখানে আমার চরিত্র অয়ন ব্যানার্জির ছবির এগজিবিশন চলছে! আসলে ফোটো তোলার কথা কেউ আমাকে জিজ্ঞেসই করে না!’’ পূরবের ইচ্ছে, ভবিষ্যতে নিজের তোলা ফোটোগ্রাফ নিয়ে একটা প্রদর্শনী করার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE