২০২৩-এ শেষ বারের মতো দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলাকে। তার পর থেকে একাধিক বার তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছে। মেয়েকে আয়রাকে নিয়ে বাংলাদেশেই আছেন অভিনেত্রী। এ দিকে, ইদানীং সৃজিতের সঙ্গে প্রায় সর্বক্ষণের সঙ্গী হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। ইন্ডাস্ট্রির অন্দরে তাই নানা গুঞ্জন পরিচালককে নিয়ে। মিথিলার সঙ্গে আদৌ কি তাঁর বৈবাহিক সম্পর্ক আছে আর? মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের পিএইচডি শেষ করেছেন। সেই সময় মিথিলার কৃতিত্বে শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন। ব্যস! এত টুকুই। অভিনেত্রী কিংবা তাঁর মেয়ের সঙ্গে গত দেড় বছরে কোনও ছবি দেননি। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, মিথিলার সঙ্গে সে ভাবে কোনও যোগাযোগ নেই তাঁর। তবে বিবাহবিচ্ছেদও নাকি হয়নি। এ দিকে ষষ্ঠী, সপ্তমী দু’দিনই সুস্মিতার সঙ্গে ঘুরতে দেখা গিয়েছে সৃজিতকে। অভিনেত্রীকে ইতিমধ্যে ‘কাছের বন্ধু’ তকমা দিয়েছেন পরিচালক।
সম্প্রতি বাংলাদেশে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা বলেন, ‘‘যাঁরা বলছেন বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁরাই জানেন। পাসপোর্টে এখনও স্বামীর নাম সৃজিত মুখোপাধ্যায় লেখা। আমি এখনও তাঁর স্ত্রী।’’ তা হলে ২০২৩-এর পর আর কলকাতায় এলেন না কেন তিনি? সেই প্রসঙ্গে মিথিলা জানান, তিনি ভিসাই পাচ্ছেন না। তাই আসতে পারেননি।