Advertisement
E-Paper

‘পুরুষদের মানসিক রোগের কারণ মহিলারা!’ কেন এমন মন্তব্য করলেন একদা ‘রোডিজ়’-এর বিচারক রঘু রাম?

‘রোডিজ়’-এর বিচারক থাকাকালীন তিনি প্রতিযোগীদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে বহুল চর্চিত হন। এ বার রঘুর চক্ষুশূল হয়ে উঠেছে নারীসমাজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ২০:২৯
রঘু রাম।

রঘু রাম। ছবি: সংগৃহীত।

রিয়্যালিটি শো ‘রোডিজ়’ একসময় তাঁর হাত ধরেই জনপ্রিয় হয়েছিল। কিন্তু ১১ বছর একটানা বিচারকের আসনে থাকার পর, শো থেকে বেরিয়ে আসেন সঞ্চালক রঘু রাম। এই শোয়ে প্রতিযোগীদের প্রতি রঘুর খারাপ ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে একাধিক বার। এ বার তিনি রুষ্ট হলেন সমগ্র নারীজাতির উপর। তিনি মনে করেন, মহিলারাই পুরুষদের হৃদ্‌রোগ ও মানসিক অসুস্থতার কারণ।

‘রোডিজ়’-এর বিচারক থাকাকালীন তিনি প্রতিযোগীদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে বহুল চর্চিত হন। এই শো ছাড়ার পর নানা শো করার চেষ্টা করেছেন, তবে তেমন সুবিধা করতে পারেননি। একসময় যে জনপ্রিয়তা ছিল তাঁর, তা ক্রমশই কমতে থাকে। সম্প্রতি একটি পডকাস্টে গিয়ে রঘু বলেন, ‘‘মেয়েদের সমস্যা অনেক। এদের আবেগপ্রবণ পুরুষ চাই। কিন্তু পেলে তাকে গ্রহণ করতে পারে না। যখন একজন পুরুষ নিজের আবেগ উজাড় করে দেয়, তখন তারা বলে তুমি তো মেয়েদের মতো। এই মেয়েদের কারণেই ছেলেরা সব কিছু নিজেদের মধ্যে চেপে রাখে। যার পরিণতি, ষাটেই হৃদ্‌রোগ।’’

রঘুর ধারণা, পুরুষেরা যখনই কিছু বলে, পরবর্তী কালে মহিলারা সেটাই হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাঁর মতে, মহিলারা এমন স্বভাব নিয়েই জন্মায়। রঘু তাঁর অভিজ্ঞতা থেকে দেখেছেন, পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি হিংস্র। ‘রোডিজ়’-এর বিচারক থাকাকালীন মহিলা প্রতিযোগীদের মুখের ভাষা শুনে নাকি কান, মুখ দিয়ে ধোঁয়া বেরোত তাঁর। রঘুর কথায়, ‘‘দুটো ছেলের মধ্যে ঝামেলা হলেও এতটা নীচে তারা নামে না। মেয়েরা যতটা পারে, নামে। পুরুষদের একটা সীমা থাকলেও, মহিলারা সেই সীমা মানে না।’’

Raghu Ram MTV Roadies TV Star Reality show
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy