পা ছড়িয়ে বসে রয়েছেন তিনি। হাই হিল জুতো। পরনে লম্বা ফ্রক ড্রেস। পিছনে টবে গাছের সারি। সেই চেনা হাসির ভঙ্গিতে তাকিয়ে রয়েছেন সোজা ক্যামেরায়। তিনি সুচিত্রা সেন। মহানায়িকা।
সুচিত্রার ঠিক এমন ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর নাতনি রাইমা সেন। ক্যাপশনে লেখা, ‘আমার দিদিমা’।
সুচিত্রাকে বিভিন্ন লুকে দেখেছেন দর্শক। কখনও সাবেকি সাজে। কখনও ওয়েস্টার্ন আউটফিট। কখনও বা ট্রেন্ডি লুকে মহানায়িকা ফ্রেমবন্দি হয়েছেন। তবুও এখনও যেন সুচিত্রা সেন নামটার সঙ্গেই রহস্য জড়িয়ে রয়েছে। অনস্ক্রিন থেকে অবসর নেওয়ার পরই নিজেকে লাইমলাইট থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সে কারণেই হয়তো তাঁকে নিয়ে অনুরাদীদের উত্সাহ অনেক বেশি। রাইমার পারিবারিক সংগ্রহ থেকে শেয়ার করা মহানায়িকার ছবি তাই সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকার শীর্ষে।
দেখুন ‘শব্দকল্পদ্রুম’এর ট্রেলার এ বার মুক্তির অপেক্ষা
দেখুন ‘শব্দকল্পদ্রুম’এর ট্রেলার এ বার মুক্তির অপেক্ষা
My grandma pic.twitter.com/tvKHRr7coZ
— raima sen (@raimasen) July 1, 2018
দেখুন ‘শব্দকল্পদ্রুম’এর ট্রেলার এ বার মুক্তির অপেক্ষা