Advertisement
৩০ নভেম্বর ২০২৩
Raj Chakravarty

বড়দিনে রাজ-শুভশ্রীকে সান্তাক্লজের উপহার ইউভান?

সান্তার দেওয়া উপহারের ব্যাগ থেকে উঁকিঝুঁকি একরত্তি ইউভানের। লাল টুপি মাথায় সোনালি রিবন বাঁধা লাল ভেলভেটের ব্যাগের ফাঁক দিয়ে আধখানা মুখ বের করে জুলজুলিয়ে তাকিয়ে আছে ক্যামেরার দিকে।

রাজ শুভশ্রীকে সান্তা ক্লজের উপহার ইউভান।—ইনস্টাগ্রাম

রাজ শুভশ্রীকে সান্তা ক্লজের উপহার ইউভান।—ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৮:৪৯
Share: Save:

রাতে বুঝি মোজা টাঙিয়ে ঘুমোতে গিয়েছিলেন রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়? সান্তাক্লজ এসে বড়দিনের উপহার হিসেবে তাঁদের কোল জুড়ে রেখে গিয়েছেন ছোট্ট ইউভানকে! এই থিমেই ফটোশ্যুট মা-বাবা-ছেলের। তাতেই হিট ফ্যামিলি গোলস। মাত্র ঘণ্টাখানেক আগে রাজের পেজে শেয়ার হওয়া তিনজনের তিন রকমের ছবি ছুঁয়ে ফেলেছে ১৩ হাজার ভিউয়ার্স।

হবে নাই বা কেন? থিম স্টোরি যেমন আনকমন তেমনি ভীষণ মিষ্টি দেখতে লেগেছে তিনজনকেই। প্রথম ছবিতে সান্তার দেওয়া উপহারের ব্যাগ থেকে উঁকিঝুঁকি একরত্তি ইউভানের। মাথায় লাল টুপি তারও। সোনালি রিবন বাঁধা লাল ভেলভেটের ব্যাগের ফাঁক দিয়ে খরগোশ ছানার মতোই আধখানা মুখ বের করে জুলজুলিয়ে তাকিয়ে আছে ক্যামেরার দিকে।

স্ক্রল করলেই দ্বিতীয় ছবি। একমাত্র ছেলের পাশে মা শুভশ্রী। তার মাথাতেও সান্তা টুপি। চার পাশে উপহারের রাশি। একটু দূরে ক্রিসমাস ট্রি। মা-ছেলের ডুয়ো দেখে নজর ফেরাতে পারেননি নেটাগরিকেরা।

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

আরও পড়ুন : বড়দিনের ধামাকা! এ বার ‘টুম্পা’ নাচলেন কাঞ্চন মল্লিক

তৃতীয় ছবিতে সুখী পরিবার। বাবার কোলে মাস তিনেকের ইউভান। রাজের গায়ে লাল গেঞ্জি। ছেলে-বৌয়ের মতোই তার মাথাতেও লাল টুপি। দু’জনেই ইউভানকে আদরে ব্যস্ত। তারকা দম্পতির তৃপ্ত মুখ বলে দিচ্ছে, সান্তাক্লজের উপহারে তাঁরা দারুণ খুশি।

থিম স্টোরি নেটাগরিকদের মন জয় করে নিয়েছে নিমেষে। সবাই আদরে, আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন তিনজনকেই।

আরও পড়ুন : ভালবাসার আলিঙ্গনে স্বর্ণেন্দুকে বেঁধে রাখলেন শ্রুতি, জানালেন উৎসবের শুভেচ্ছা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE