বড় পর্দায় ‘ম্যাজিক’ দেখানোর পর ওয়েব সিরিজে জাদু দেখাতে চলেছেন রাজা চন্দ। এ বার তাঁর হাতেখড়ি ওয়েব সিরিজ পরিচালনায়। আনন্দবাজার অনলাইনকে রাজা জানিয়েছেন, সোমবার শ্যুট শুরু করেছেন তাঁর প্রথম সিরিজ ‘কাটাকুটি’-র। নিবেদনে রাজা চন্দ ফিল্মস। সিরিজের কাহিনি-চিত্রনাট্যকার অর্ণব ভৌমিক। একা রাজাই নন, ‘কাটাকুটি’-র হাত ধরে ছোট পর্দা থেকে ওয়েব সিরিজে প্রথম পা রাখতে চলেছেন ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের জনপ্রিয় খলনায়িকা ‘পায়েল সেন’ ওরফে মানসী সেনগুপ্ত। তাঁর বিপরীতে দেখা যাবে সৌরভ দাসকে। ছয় পর্বের এই সিরিজ দেখা যাবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।
আর কী কী নতুন থাকছে ‘কাটাকুটি’তে? রাজার দাবি, সিরিজের গল্প থ্রিলার ঘরানার হলেও সৌরভ দাস ওরফে ‘আদিত্য’কে একেবারে নতুন ভূমিকায় দেখতে পাবেন দর্শকরা। পরিচালকের কথায়, ‘মন্টু পাইলট’ বা ‘চরিত্রহীন’ সিরিজে সৌরভ হয়তো অনেকটাই সাহসী। ‘কাটাকুটি’তে সেই সৌরভ মিতভাষী। খুব লাজুক। নিজেকে ঠিক ভাবে সবার সামনে প্রকাশ করতে স্বচ্ছ্বন্দ নয়।
সৌরভের ঠিক বিপরীত চরিত্র মানসী ওরফে ‘কৌশানী’-র। সে স্পষ্ট কথা বলতে জানে। এমন বিপরীত মেরুর আদিত্য-কৌশানী স্বাভাবিক ভাবেই পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সাত পাক ঘোরার পরিকল্পনাও করে। কিন্তু বিয়ের আগেই খুন হয়ে যায় আদিত্যের হবু স্ত্রী। কে বা কারা, কী ভাবে খুন করল? এই নিয়েই গল্প এগোবে।
দীর্ঘ সময় বড় পর্দায় ছবি পরিচালনায় অভ্যস্ত রাজা। ওয়েব সিরিজ পরিচালনা করতে গিয়ে কোনও পার্থক্য দেখছেন? পরিচালকের দাবি, ‘‘কাজে নামার আগে ওয়েব সিরিজ সম্বন্ধে পড়াশোনা করে নিয়েছিলাম। হ্যাঁ, কিছু পার্থক্য তো আছেই। সিরিজ অনেক বেশি ঝকঝকে। কোথাও কোথাও সাহসীও। অতিমারিতে জনপ্রিয় হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। যদিও এখনও সাধারণ দর্শক সিরিজ বলতে বোঝেন নেটফ্লিক্স বা অ্যামাজন। আমাকে তাদের সঙ্গে পাল্লা দিতে হবে। এটা মাথায় রেখেই কাজে নেমেছি।’’