Advertisement
০১ ডিসেম্বর ২০২২
Celebrities

শ্রুতি হাসনকে ‘বোন’ বলতে নারাজ রাজকুমার রাও

যাতায়াতের পথে প্রায়শই দেখা হয় বিন্নির সঙ্গে। গাট্টুদের পাড়াতেই তাঁর বাড়ি। দেখতে-শুনতে মন্দ নয় বিন্নি। বরং পাড়ার অন্য মেয়েদের থেকে যেন একটু বেশিই সুন্দরী। অন্তত গাট্টুর চোখে!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ মে ২০১৭ ১৩:৪০
Share: Save:

যাতায়াতের পথে প্রায়শই দেখা হয় বিন্নির সঙ্গে। গাট্টুদের পাড়াতেই তাঁর বাড়ি। দেখতে-শুনতে মন্দ নয় বিন্নি। বরং পাড়ার অন্য মেয়েদের থেকে যেন একটু বেশিই সুন্দরী। অন্তত গাট্টুর চোখে! তবে মনে মনে বিন্নিকে ভাল লাগলেও তা মুখ ফুটে বলে উঠতে পারেননি গাট্টু। ছোটবেলা থেকে যে তাঁকে শেখানো হয়েছে, পাড়াপড়শির সমস্ত ছেলেমেয়েরাই ভাই-বোনের মতো। কিন্তু, পাড়ার কোনও মেয়েকে মনে ধরলে তাঁকে কী বোন বলে ডাকা যায়! গাট্টু-বিন্নির এই কাহিনি নিয়েই গড়িয়েছে ‘বহেন হোগি তেরি’ ফিল্মের কাহিনি। সম্প্রতি এর ট্রেলার রিলিজ হল। আর এর এক ঝলকেই নজর কেড়েছেন গাট্টু ওরফে রাজকুমার রাও। ডিগ্ল্যামারাস লুকে কম যান না শ্রুতি হাসন থুড়ি বিন্নিও।

Advertisement

‘কাই পো চে’, ‘শাহিদ, ‘সিটিলাইটস’, ‘ট্র্যাপ়ড’— প্রায় প্রতি ফিল্মেই নিজের ইমেজ ভেঙেছেন রাজকুমার রাও। এ বারও একটু অন্য ইমেজে তিনি। অজয় কে পান্নালালের পরিচালনায় ‘বহেন হোগি তেরি’-র রোম্যান্টিক কমেডিতে একেবারে পাড়ার ছেলে রাজকুমার। লখনউয়ের একটি পাড়ায় বেড়ে ওঠা গাট্টুর ভাললাগা থেকে ভালবাসা বা হতাশা— সবই তাঁর কমিক টাইমিং-এর জেরে দারুণ ভাবে ফুটে উঠেছে পর্দায়। রাজকুমারের পাশাপাশি চোখে পড়ছেন হেরি টাংরিও। এম এস ধোনির বায়োপিকে যুবরাজ সিংহের ভূমিকায় যিনি অনেককেই চমকে দিয়েছিলেন। এ বার তিনি গাট্টুর বন্ধুর চরিত্রে। ফিল্মে রয়েছেন টেলি-সিরিয়ালের হার্টথ্রব গৌতম গুলাটিও। গাট্টু প্রেমকাহিনিতে হঠাৎ এসে হাজির তিনি। বিন্নির সঙ্গে তাঁর বিয়ের কথা পাকা করতে।

আরও পড়ুন...
বলিউড বাদশার এই রেকর্ডটি কিন্তু ভাঙতে পারেনি বাহুবলী ২!


‘বহেন হোগি তেরি’-র একটি দৃশ্যে রাজকুমার রাও এবং শ্রুতি হাসন।

Advertisement

শেষমেশ কী হল? গাট্টু কি বিন্নিকে আপন করতে পারলেন? কাহিনির গোটা অংশ দেখা যাবে আগামী ২৬ মে। সে দিনই রিলিজ হবে ‘বহেন হোগি তেরি’।


দেখুন এই ফিল্মের ট্রেলার:

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.