প্রত্যেক বছর সেলুলয়েডে নতুন নতুন অবতারে দেখা দিয়ে ভক্তদের চমকে দেওয়াই তাঁর শখ! এ বছর তাহলে কোন অবতারে দেখা দিচ্ছেন রজনীকান্ত?
সদ্য মুক্তি পেয়েছে রজনীকান্তের নতুন ছবি ‘কাবালি’-র ফার্স্ট লুক পোস্টার। সেখানে দু’ দুটো নয়া অবতারে নিঃসন্দেহে চমক জাগিয়েছেন দক্ষিণী সুপারস্টার।
ছবির দুটো পোস্টারের মধ্যে একটা তৈরি হয়েছে সর্বভারতীয় দর্শকের কথা মাথায় রেখে। সেই পোস্টারটার ভাষাও ইংরেজি। আর একটা পোস্টার তৈরি হয়েছে দক্ষিণী ভাষাতেই, দক্ষিণী ছবির পোস্টারের ঘরানা মেনে।