Advertisement
E-Paper

মস্তিষ্কে প্রবাহিত হচ্ছিল না রক্ত, আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাকেশ রোশন! ঠিক কী হয়েছিল তাঁর?

বাবাকে এর মধ্যে বেশ কয়েক বার হাসপাতালে গিয়ে দেখেও এসেছেন হৃতিক। আদতে কী হয়েছে রাকেশের? একটু সুস্থ হতেই জানালেন পরিচালক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৫:৪৫
Rakesh Roshan Health Update actor reveals both his carotid arteries to brain were 75 percent blockage

এখন কেমন আছেন রাকেশ? ছবি: সংগৃহীত।

গত ১৬ জুলাই হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালক রাকেশ রোশনকে। মেয়ে সুনয়না জানিয়েছিলেন, তাঁর বাবার ঘাড়ে অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। প্রাথমিক পর্যায়ে আইসিইউতে রাখা হয়েছিল। খানিকটা সুস্থ হওয়ার পরে তাঁকে সাধারণ বিভাগে স্থানান্তর করা হয়। বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন হৃতিক। আদতে ঠিক কী হয়েছে রাকেশের? একটু সুস্থ হতেই জানালেন পরিচালক।

৭৫-এ পা দিয়েও রীতিমতো শরীরচর্চা করেন। দিনে সাত রকমের ব্যায়াম করেন রাকেশ। নিয়মনিষ্ঠ জীবনযাপনের পরও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক পরীক্ষায় দেখা যায়, তাঁর মস্তিষ্কের প্রায় ৭৫ শতাংশ ধমনীতেই রক্তপ্রবাহের সমস্যা রয়েছে। ঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া না হলে বড় ক্ষতি হতে পারত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। যদিও এখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তার পর ইনস্টাগ্রামে তিনি নিজেই লিখেছেন, “কোনও উপসর্গ ছিল না। আচমকাই জানতে পারি আমার ক্যারোটিড ধমনী দু’টিতে ঠিকমতো রক্ত প্রবাহিত হচ্ছে না, মস্তিষ্কের প্রায় ৭৫ শতাংশের বেশি অংশে ব্লকেজ। এটি উপেক্ষা করা হলে বিপদ হতে পারে। আমি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছি এবং প্রতিরোধমূলক প্রয়োজনীয় পদক্ষেপ করেছি।” অনুরাগীদের আশ্বস্ত করে তিনি জানান, এখন বাড়িতে ফিরেছেন তিনি, সুস্থ হয়ে উঠছেন। লিখেছেন, “খুব শীঘ্রই আমার ওয়ার্কআউটে ফিরে আসতে পারব আশা করছি। আশা করি, আমার অভিজ্ঞতা থেকে অন্যরাও স্বাস্থ্যসচেতন হবেন, বিশেষ করে মস্তিষ্ক এবং হৃদ্‌যন্ত্রের বিষয়ে।” পরামর্শ দিয়ে তিনি জানিয়েছেন, ৪৫-৫০ বছরের বেশি বয়সি প্রত্যেকের জন্য একটি হার্ট সিটি এবং একটি ক্যারোটিড ব্রেন আর্টারি সোনোগ্রাফি করা প্রয়োজন।

Rakesh Roshan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy