অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কার পর এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের বিতর্কের রানি রাখি সবন্ত। দীপক কালালকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন তিনি। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন তিনি।
বছরের শেষ দিন অর্থাত্ ৩১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। তবে এ দেশ নয়, মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসে বসবে রাখির বিয়ের আসর। পরে ভারতেও হতে পারে একটি অনুষ্ঠান।
ইনস্টাগ্রামে বিয়ের আমন্ত্রণ পত্র পোস্ট করার পরই তাতে কমেন্ট করেন বহু মানুষ। সেখানে এক ভক্তের প্রশ্নের জবাবে রাখি বলেছেন, ‘‘হ্যাঁ, আমরা সত্যিই বিয়ে করতে চলেছি।’’
আরও পড়ুন : কী উপহার পাবেন নিক-প্রিয়ঙ্কার বিয়েতে উপস্থিত অতিথিরা?
বিয়েতে আমন্ত্রিতের তালিকা সম্পর্কে রাখিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, ‘‘বলিউডের প্রায় সমস্ত লোককেই আমন্ত্রণ জানাবো আমি। কিন্তু কত জন যাবে আমার বিয়েতে সে ব্যাপারে আমি কিছু বলতে পারব না। কিন্তু শাহরুখ খান, কর্ণ জোহর বিয়েতে উপস্থিত থাকবেন বলে আমাকে জানিয়েছেন।’’
আরও পড়ুন : ‘২.০’ তে শুধু মেক-আপ করতেই অক্ষয়ের লাগত ৬ ঘন্টা!
(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবরআমাদেরবিনোদনবিভাগে।)