আজ রাখি পূর্ণিমা। উত্সবের দিন। দেশের বিভিন্ন প্রান্তে উত্সবের মেজাজ। চলছে মিষ্টিমুখ, উপহার আদান-প্রদান।
তালিকায় রয়েছেন সেলেবরাও। কিন্তু যিনি নামেই রাখি, এমন সেলেবও তো রয়েছেন।
ধরুন রাখি সবন্ত। রাখি পূর্ণিমার দিন কী ভাবে সেলিব্রেট করছেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় শনিবার রাতেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন রাখি। যেখানে দেখা যাচ্ছে, ‘ফুলো কা তারো কা...’ গানটির সঙ্গে লিপ মেলাচ্ছেন তিন যুবক। তাঁদের সঙ্গে রয়েছেন রাখিও।
আরও পড়ুন, ৩৬ বছরে বিয়ে করবেন প্রিয়ঙ্কা, ১৩ বছর আগেই হয়েছিল ভবিষ্যদ্বাণী!
আর রবিবার রাখি নিজে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে ‘মৃত্যুঞ্জন’ নামের জনৈককে রাখির শুভেচ্ছা জানাচ্ছেন তিনি।
#salmaankhan #mikasinger #rajivkhinchi #rakshabandhan🎁🎁❤️❤️
রাখি উত্সবের আলাদা কোনও গুরত্ব তাঁর কাছে রয়েছে কিনা, তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী। তবে তাঁর সোশ্যাল অ্যাক্টিভিটি দেখে অনেকেই মনে করছেন, কাজের মধ্যেই এই দিনটা সেলিব্রেট করছেন তিনি।