বক্স অফিসে তাঁর মুক্তিপ্রাপ্ত ছবিগুলি ভাল চলেনি। জল্পনা ক্যাটরিনার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও যথেষ্ট টালমাটাল। এর মধ্যেই জোরকদমে দু’টি ছবির শুটিং নিয়ে বেজায় ব্যস্ত রণবীর কপূর। এক দিকে করণ জোহরের অ্যায়ে দিল হ্যায় মুশকিল, অন্য দিকে অনুরাগ বসুর জগ্গাজাসুস। দুই ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত রণবীর কপূর। এর মধ্যেই কর্ণ জোহরের অফিসে হাজির রণবীর।
এ পর্যন্ত সব ঠিকই ছিল। গোল বেঁধেছে একটি পোস্টারকে ঘিরে। সম্প্রতি রণবীরকে জনপ্রিয় সাইন্স ফিকশন স্টার ওয়ার্সের পোস্টার হাতে নিয়ে কর্ণ জোহরের অফিস থেকে বেরতে দেখা যায়। স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্সের পোস্টার হাতে রণবীরকে ধর্মা প্রোডাকশনের দফতর থেকে বেরতে দেখা যায়। সূত্রের খবর, অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে হিন্দিতে সাইন্স ফিকশন নির্ভর সুপারহিরো ফিল্ম তৈরির পরিকল্পনা করছেন রণবীর। রকস্টার, তরুণতুর্কি রাজনীতিক অনেক ভূমিকাতেই দেখা গিয়েছে রণবীরকে। এখন দেখার সুপার হিরোর ভূমিকায় কেমন করেন তিনি।
আরও পড়ুন, ক্যাটরিনা নয়, ভি-ডে কার সঙ্গে কাটালেন রণবীর?