Advertisement
E-Paper

স্কুলড্রেসে দৌড়, লাফঝাঁপ রণবীরের

দার্জিলিঙের ম্যাল চৌরাস্তা থেকে ভুটিয়া বস্তি। ‘বরফি’ রণবীর কপূর চার বছর একই অলিগলিতে ফিরলেন জগ্গা জাসুস হয়ে।শুক্রবার সেই জগ্গাকে কখনও রাস্তা থেকে লাফিয়ে আরেক রাস্তায় পড়তে, কখনও পাহাড়ি বাঁকের গলিতে বাইকের পিছনে তাড়া করতে দেখল ভুটিয়াবস্তি, প্রধানগাঁও-র বস্তির বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০৪:০৭
দার্জিলিঙের ভুটিয়া বস্তিতে শ্যুটিংয়ে রণবীর কপূর। ছবি: রবিন রাই

দার্জিলিঙের ভুটিয়া বস্তিতে শ্যুটিংয়ে রণবীর কপূর। ছবি: রবিন রাই

দার্জিলিঙের ম্যাল চৌরাস্তা থেকে ভুটিয়া বস্তি। ‘বরফি’ রণবীর কপূর চার বছর একই অলিগলিতে ফিরলেন জগ্গা জাসুস হয়ে।

শুক্রবার সেই জগ্গাকে কখনও রাস্তা থেকে লাফিয়ে আরেক রাস্তায় পড়তে, কখনও পাহাড়ি বাঁকের গলিতে বাইকের পিছনে তাড়া করতে দেখল ভুটিয়াবস্তি, প্রধানগাঁও-র বস্তির বাসিন্দা। এ দিন সকাল থেকে শৈলশহরের শেষ দফায় অনুরাগ বসুর আগামী ছবির টানা শ্যুটিং করে গেলেন রণবীর। গত চার বছর আগে, ২০১২ সালের জুন মাসে ওই ভুটিয়াবস্তিতে বরফির শুটিং করেছিলেন রণবীর। স্থানীয় বাসিন্দারা জানান, সেবার এই ভুটিয়াবস্তির পুলিশ আউটপোস্টকে ঘিরেই তৈরি হয়েছিল রণবীরের বাড়ি। এবার অবশ্য টানা পাঁচ ঘণ্টা প্রায় অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করে গেলেন রণবীর।

এলাকার বাসিন্দা তারা প্রধান জানান, আমরা খুব খুশি। বারবার রুপোলি পর্দায় ভুটিয়াবস্তি, প্রধানগাঁওকে মানুষ দেখেছে। এ বারও গোটা দেশ দেখবে। বরফিতে আমি একটি দৃশ্যে ছিলাম। সেবার বাড়ির কাজ করছিলাম। একটি গানের মধ্যে তখন রণবীর আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সঙ্গে পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক পরা মেয়েরা। ছবিতে দেখে খুব আনন্দ হয়েছিল। আরেক বাসিন্দা প্রশান্ত প্রধান জানান, আগের বারও অনেক দৃশ্য আমাদের গ্রামে শ্যুটিং হয়েছিল। গানের দৃশ্য ছিল। এ বারও পরিচালক আমাদের গ্রামকে বেছেছেন দেখে আমরা খুশি।

এ দিন স্কুল ইউনিফর্ম পড়া রণবীরকে সকাল থেকেই দেখেন এলাকার বাসিন্দারা। সাদা জামা, লাল হাফ সোয়েটার এবং ছাই প্যান্ট। শ্যুটিংয়ে বারই দেখা গিয়েছে, মোটরবাইকে থাকা এক যুবককে তাড়া করছেন রণবীর। এই দৃশ্যের আরেকটি পার্ট অবশ্য সকালেই সেরে ফেলেন অনুরাগ। শহরের গোয়েঙ্কা রোডে। সেখানে এই রাস্তা থেকে তিন ফুট লাফিয়ে এরএন সিনহা রোডে পড়ে ফের মোটরবাইকের পিছনে তাড়া করেন রণবীর। সকাল ৮টা নাগাদ কয়েকটি দৃশ্যের পর শুটিং দলটি ভুটিয়াবস্তির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বেলা ১১টা থেকে সেখানে শুটিং শুরু হয়। এদিন শুটিং-এ প্রথমে ‘ডুপ্লিকেট’ কিছুক্ষণ থাকায় লোকজন হতাশ হয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই গাড়িতে রণবীর স্পটে এসে দৌড়ঝাপে নেমে পড়ায় বাসিন্দারা হাততালি দিয়ে ওঠেন।

ভুটিয়াবস্তিতেও শ্যুটিং দেখতে এ দিন ভিড় উপচে পড়েছিল। আশেপাশের এলাকা থেকে বাসিন্দারা ভিড় করেন। কিছু পযর্টকদের গাড়ি নিয়ে শ্যুটিং স্পটে আসতে দেখা যায়। অনেকে সুযোগ পেয়ে হুমড়ি খেয়ে পড়ে রণবীরের অটোগ্রাফও নেন। তবে ছবি তোলায় নিষেধাজ্ঞা ছিল। শ্যুটিং স্পট, সেট এবং রণবীর ছবির কস্টিউম পড়ে থাকায় ছবি তোলা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। তবে পরে হোটেলে অনেকের সঙ্গে বলিউডের অভিনেতাকে ছবি তুলে দেখা যায়।

গত ২১ এপ্রিল জগ্গা জাসুসেস শুটিং শুরু হয়েছিল পাহাড়ে। এ দিন সন্ধ্যায় তা শেষ হয়েছে। আজ, শনিবার সুকনা এলাকায় ছবির কয়েকটি দৃশ্য শুট হওয়ার কথা রয়েছে। কিন্তু তাতে রণবীরের কোনও দৃশ্য নেই। আজ, শনিবারই রণবীরের বাগডোগরা হয়ে ফিরে যাওয়ার কথা।

Ranbir Kapoor Jagga Jasoos shooting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy